তন্ময় পালের মুক্তভাবনা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

তন্ময় পালের মুক্তভাবনা

শিক্ষা সর্বত্র


"শিক্ষা জাতির মেরুদণ্ড" এই কথাটা তাৎপর্যবাহী।

শিক্ষাই একমাত্র পারে অজ্ঞনতার অন্ধকার দূর করতে, জাতি-ধর্ম-বর্ণ
নির্বিশেষ সবাইকে এক সুতোয় বাঁধতে।

তবে আমার মতে শিক্ষক বলে আলাদা কেউ হয় না, আমরা প্রত্যেকেই এই প্রকৃতির
ছাত্র/ছাত্রী আর এই প্রকৃতির প্রত্যেক উপাদান আমাদের শিক্ষক। তবে
এক্ষেত্রে শিক্ষক তার আপন কর্মের মধ্য দিয়ে শিক্ষার আলো বিকিরণ করে চলেছে
সবার জন্য, আমাদের শুধু উৎসুক মনে সেগুলো গ্রহণ করতে হবে, নিজেকে এই
অবিরাম শিক্ষাধারার থেকে আড়াল করলে জীবন বৃথা।

যে তোমার কাছে ভালো তার কাছেও যেমন শেখার আছে তেমনি যে তোমার কাছে খারাপ
তার থেকেও তোমার শেখার আছে ; তবে এখানে তুমিই সিদ্ধান্ত নেবে তুমি কি
শিখবে ভালো না মন্দ? সবার কাছে এই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে ওঠেননা, তখনি
দরকার হয় একজন পথ-প্রদর্শকের যে তোমাকে সঠিক পথ দেখাবে।

তবে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় পুথিঁগত শিক্ষা আর পরীক্ষার নম্বরকে
শিক্ষার মাপকাঠি হিসেবে ধরা হয়। সেখানে চরিত্র গঠনের জন্য কোনো শিক্ষা
দেওয়া হয়না। তাই বর্তমান শিক্ষাপ্রাঙ্গণে পুথিঁগত শিক্ষার পাশাপাশি
নৈতিকতার শিক্ষা, আধ্যাত্মিকতার শিক্ষা,মানুষের পাশে দাঁড়ানোর-সাহায্য
করার শিক্ষার খুব দরকার। আর দরকার তাদের উপর চাপ সৃষ্টি না করে
সহজ-সরলভাবে বিষয়ের প্রতি উৎসাহ সৃষ্টি করা, বইয়ের থেকে পাওয়া শিক্ষার
বাস্তব জীবনে প্রয়োগের ক্ষেত্র দেখিয়ে দেওয়া। তাহলেই শিক্ষকের পূর্ণতা-
এই মানব জাতির উত্তরণ ও চারিত্রিক উন্নয়নের পথ প্রশস্ত হবে।

=====================================

লেখক - তন্ময় পাল
নিবাস- মহিষা, হাবড়া, উত্তর ২৪ পরগণা

No comments:

Post a Comment