পবিত্র দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

পবিত্র দাসের কবিতা

প্রহসন



আদর্শহীন ছাত্রসকল
অনাদর্শী শিক্ষাগুরু,
শিক্ষার নামে নীতি বেচে
দিচ্ছে ক'রে ব্যবসা শুরু।
শিক্ষক সবে ব্যাপারী আজ
শিক্ষা তাদের পণ্য হ'ল,
বিদ্যালয়ে দিব্যি ফাঁকি
বিদ্যা বেচে লক্ষ্মী তোলো।

লক্ষ্মী পিঠে সওয়ার হ'য়ে
সরস্বতীর অন্বেষণে,
শিক্ষাক্ষেত্রে এই অনাচার
চলছে হেথা অনুক্ষণে।
সর্বপল্লী, বিদ্যাসাগর,
ফেলছে তারা লুকিয়ে মুখ,
মেরুদণ্ড ভাঙা জাতির
লোভানলে সন্ধানে সুখ।

যোগ্যতা সব থাক বা না থাক
পকেট সবার উঠুক ভ'রে,
আমার ছেলে পড়বে রে ভাই
বঙ্গ থেকে অনেক দূরে।
তাই তো ব'লি এই বাঙলাতে
যোগ্য বেছে লাভ কি কাজে,
কবিরা সব বেকার বকে
লেখে সবই আজেবাজে।

শিক্ষক আজি বন্দি থাকে
দীর্ঘ সময় অফিস ঘরে,
প্রভাববলে নানা ছুতোয়
শিক্ষকদেরকে ঘেরাও করে।
কটূভাষ্যে শিক্ষকদেরই
করে সদা মুণ্ড ছেদন,
শিক্ষকদিবস পালন ক'রে
ওড়াতে চাও বিজয় কেতন!
---------------
ঠিকানা:-পবিত্র দাস গ্রাম: চালতিয়াপোষ্ট: চালতিয়াথানা: বহরমপুর জেলা:
মুর্শিদাবাদ পিন: ৭৪২৪০৭ফোন: ৮৯১৮৭২৫২৬৪

No comments:

Post a Comment