প্রবীর রায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

প্রবীর রায়ের কবিতা

শিক্ষা



আজ,স্বাধীন দেশে- স্বাধীন শিক্ষা, সকল মানব শিক্ষিত
দেশ-কালো মুছে-আলো জ্বলে,শিক্ষা মন্ত্রে দীক্ষিত
ছিল সে যুগ-পরাধীন সব,আজো মোরা পরাজিত
ভ্রষ্টনীতি- পিষলো সবই,ভ্রষ্টাচারীর ভয়ে ভীত
শিশুরা আজ পড়ছে বাইরে ছোটতেই জ্ঞান অর্জিতে
সরকারিলয়-শূন্য সেথায়,শিক্ষক চলে মর্জিতে
কোথাও আবার পড়ুয়া অনেক,শিক্ষা গুরুর দেখা নেই
সব ছোটে যে টাকা কামাতে,বেসরকারি কুঠিতেই
অঙ্গনারি মিছে চলে,একটি শিশুও যায়না সেথায়
শিশুর খাবার ভোগে তারা,চাকরি দেয় মূর্খ নেতাই
যারা কাবিল বেকার তারা,মরছে সে যে কষ্ট করে
সুপারিশ আর ঘুষ দিয়ে- ব্যর্থশক্তি লেভেল গড়ে
মা কাঁদছে শিশুর হালে,আর কতদিন বাঁচবে সে যে
শেষ, তবে কি -সবই শেষ,ধ্বংস ডঙ্কা উঠলো বেজে।।

No comments:

Post a Comment