লিপি ঘোষ হালদারের নিবন্ধ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

লিপি ঘোষ হালদারের নিবন্ধ

।। শিক্ষা একালে ।।


পিতামাতাসম আপনজন, পরম গুরু শিক্ষক;মানুষ গড়ার কারিগর এই সমাজের রক্ষক
।জ্ঞানচক্ষুর উম্মেষ হতে মানবমনের বিকাশ ,তারই দানে,তারই জ্ঞানে শুভ
চেতনার প্রকাশ।পিতামাতা, নিকটজন আমাদের অভিভাবক জন্মলগ্ন হতে--শিক্ষিত
জ্ঞানী,নিরক্ষর বা অজ্ঞানী- তবুও রক্ষক তথা শিক্ষকই তো বটে।শিক্ষাগুরুকে
সম্মান দিয়ে তারাই তো করেন দায়িত্ব অর্পণ ,সুশিক্ষার পথে তাদের সন্তানের
যাতে হয় ভবিষ্যত গঠন ।সন্তানসম স্নেহদানে ধন্য সকল ছাত্রী ও ছাত্র
,প্রকৃত শিক্ষক-যিনি ভাবেন তাদের আপন কন্যাপুত্র।শিক্ষা একালে পড়েছে ঢাকা
অর্থের গর্জনে ,সামাজিক মর্যাদা এখন অর্থ উপার্জনে ।মনকে উন্নত করে
প্রকৃত যে শিক্ষা ,বিনম্রচিত্তে আজ তা করে চলি ভিক্ষা ।যত দিন বাঁচা
ততদিন শেখা- নয় তা পুঁথিগত ,উপার্জনে নয়, জ্ঞানার্জনে চরিত্র গঠনে
শিক্ষা প্রকৃত।টাকা লক্ষ্য,টাকাই দেখায় স্বপ্ন, শিক্ষা তো উপলক্ষ!যত হোক
জ্ঞানী, যতই শিক্ষিত, তবু অর্থই মোক্ষ ।সামাজিক পরিচিতি,সমাজে
প্রতিষ্ঠা- আজ অর্থনির্ভর,অনৈতিক,অসৎ কাজও হয়, শিক্ষাকেই কোরে ভর।অর্থের
কাছে আজ জ্ঞানের পরাজয় ,শিক্ষা মেনেছে হার- অর্থের জয় ।অর্থকে
উপেক্ষা করে আজ হয় না শিক্ষা দান ,শিক্ষাকে মাধ্যম করে শুধু চলে
অর্থের সন্ধান ।সমাজে পরিবারে অর্থের যত সমাদর ,শিক্ষার গুণে তত পায় কি
কেউ কদর !শিক্ষা আর দেয় না মান , বিদ্যা হয় পণ্য ,শিক্ষাপ্রসার !
তথা শিক্ষার প্রচারে মানুষ বিপন্ন।প্রার্থনা করি আজ-শিক্ষককুল হোক
ছাত্রছাত্রীতে নিবেদিতপ্রাণ, হোক নিঃস্বার্থ ।সার্থক শিক্ষায় জ্ঞানের
হোক জয়, নিপাত যাক অর্থ ।শিক্ষক শিক্ষিকার সাথে থাকুক ছাত্রছাত্রীর নিবিড়
সম্পর্ক,শ্রদ্ধা ভালোবাসা,স্নেহ আন্তরিকতায়,পবিত্র শিক্ষাঙ্গন হতে বিদায়
নিক অধর্ম।।

----------


লিপি ঘোষ হালদার শ্রী অ্যাপার্টমেন্ট্,ফ্ল্যাট্ 9,5/1/D বীর অনন্তরাম
মন্ডল লেন,কলকাতা-50m.9123843722/9051557185
















Sent from my Samsung Galaxy smartphone.

No comments:

Post a Comment