Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

ফিরোজ আখতারের প্রবন্ধ

ডিসকভারি লার্নিং

...............................


ডিসকভারি লার্নিং হলো শিক্ষার্থীর পূর্ববর্তী জ্ঞানের উপর ভিত্তি করে
নতুন জ্ঞান অর্জনের প্রণালী ৷ এই পদ্ধতিতে শিক্ষার্থীর প্রজ্ঞার নির্মাণ
নির্ভর করে তার পূর্বের প্রজ্ঞার বিস্তৃতির উপর । এক্ষেত্রে হাতেকলমে
শিক্ষাদান করা হয় বলে বিডিন্ন শিখন প্রকরণের ভূমিকা সবচেয়ে বেশি ।
শিক্ষক এখানে নিষ্ক্রিয় থাকে ৷ অনুঘটকের মতো ভূমিকা পালন করে
৷শিক্ষার্থীরা এখানে অতিমাত্রায় সক্রিয় ভূমিকা পালন করে ৷ আরোহী পদ্ধতি
ব্যবহার করা হয় ৷ বিভিন্ন উদাহরণ ব্যবহার করে নতুন সিদ্ধান্তের
বিনির্মাণ ঘটে ৷ শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করে দেন ৷ প্রতি
দলের থেকে প্রাপ্ত প্রতিপাদ্য বিচার করে মূল প্রতিপাদ্যটি গঠন করা হয় ৷
পূর্ববর্তী প্রজ্ঞা + আরোহী পদ্ধতির ব্যবহার = নতুন সিদ্ধান্ত ->
প্রজ্ঞার বিস্তৃতি তথা বিনির্মাণযে কোন সমস্যা সমাধানমূলক পরিস্থিতিতে
inquiry-based constructive এ্যাপ্রোচ ব্যবহার এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য
৷ Jerome Bruner এই পদ্ধতি প্রথম সাফল্যের সঙ্গে প্রয়োগ করেছিলেন ৷
ব্রুনারকেই তাই ডিসকভারি লার্নিং-এর আবিষ্কারক হিসাবে গণ্য করা হয় ।
তিনি জ্যাঁ পিয়াজেট-এর প্রজ্ঞার তত্ত্বগুলির সাহায্যে এই পদ্ধতিটি
প্রয়োগ করেছিলেন ৷ আরোহী পদ্ধতির মাধ্যমে বিভিন্ন উদাহরণ থেকে সাধারণ
একটি ধারণায় অবতীর্ণ হয়েছিলেন ৷ ডিসকভারি ল্যানিং-এর অপর একটি
বৈশিষ্ট্য হলো বিভিন্ন মডেলের ব্যবহার ৷ মডেলগুলি হলো --> Guided
Discovery-> Problem based learning-> Simulation based
learning-> Case-based learning-> Incidental learningবর্তমানে
আমাদের শিক্ষকদের এই পদ্ধতি প্রয়োগ করতে দেখা যাচ্ছে বহুলাংশে ৷
Interactive পদ্ধতি প্রয়োগ করে smart classroom এ powerpoint
presentation এর মাধ্যমে অথবা overhead projector ব্যবহার করে কোন
বিষয়কে অনেক বেশি প্রাঞ্জল করে তুলছেন তাঁরা ৷ শ্রাব্য-দৃশ্য উপকরণ ও
শিক্ষার্থীদের অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই শিখনপ্রণালী সম্পন্ন
হচ্ছে বলে শিক্ষার্থীদেরও মনে রাখতে সুবিধা হচ্ছে ৷যদিও শিক্ষকরা এই
পদ্ধতিতে পাঠদান করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন ৷i)
সবচেয়ে বড়ো সমস্যা হলো প্রয়োজনীয় উপকরণের অপ্রতুলতা ৷ii) আর্থিক
সমস্যাiii) সময়াভাবiv) শিক্ষার্থী ও অভিভাবকদের অসচেতনতাv) শিক্ষকদের
অসচেতনতা ও উপযুক্ত তদারকির অভাবvi) শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের
অভাবvii) স্কুলছুটViii) প্রত্যন্ত ও দূর্গম স্থানে উপযুক্ত পরিকাঠামোর
অভাব।

====================================

লেখক পরিচিতি..........................নাম - ফিরোজ আখতার ঠিকানা - ১৮ই
জায়গীর ঘাট রোড, ঠাকুরপুকুর, কলিকাতা - ৭ooo৬৩পেশা - শিক্ষকতাফোন নং -
৮৯৭২o২৪৫৪৫ই-মেল অাই.ডি - firozzorif1979@rediffmail.comএকক কাব্যগ্রন্থ
- ভাঙা কাঁচ ( আনন্দ প্রকাশন ), ছায়াচ্ছন্ন শব্দগুলি (টার্মিনাস শুধু
কবিতার জন্য)কাব্যসংকলন - খোলা জানলা , অচ্ছুৎ - বিশ্ব সাহিত্য ও
কবিতাসম্ভার, টার্মিনাস - বইমেলা সংখ্যা, টার্মিনাস মে ২০১৮ সংখ্যা,
লতিফাকলস, নবারুষ ২য় খন্ডগল্পসংকলন - পাঁচফোড়ন, আনন্দধারা ৩সম্মাননা -
নক্ষত্রাণি সম্মান, বেথুয়াডহরী কবিতাউৎসব স্মারক সম্মান, টার্মিনাস
'কবির স্পর্ধা' স্মারক সম্মানএছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায়
নিয়মিত লেখালেখি করি ।

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩