সোমনাথ বেনিয়ার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

সোমনাথ বেনিয়ার কবিতা

স‍্যার


কী লিখি? কী-বা বলি!
তিনি সময়। বরং সময়ের থেকে অনেকটা এগিয়ে।
আমি সময়চক্রের ক্ষুদ্র শব্দ মাত্র ...

তিনি গাছ। অজস্র ডালপালা।
তিনি ছায়া। শীতল আশ্রয়।
আমার পরম বিশ্রাম ...

তিনি অনন্ত। জিজ্ঞাস‍্য পরিধি!
আমি কেন্দ্র। অস্ফুট ডট!
তিনি পূর্ণ। ১০০!
আমি আপাতত শেষ শূন‍্য ...

ঠিকানা - ১৪৮, সারদা পল্লী বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯.
ফোন - 8697668875.

No comments:

Post a Comment