কৃষ্ণা দেবনাথের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

কৃষ্ণা দেবনাথের কবিতা

|| প্রিয় প্রেরণা ||


শুরুর প্রথম স্পন্দন থেকে
আমার যাত্রার রঙিন পাঠশালায়
মাগো তুমি বাড়িয়েছিলে হাত...
এগিয়ে চলার লক্ষ প্রেরণায় ।

তোমার আলিঙ্গনে, খেলার ছলে
কাটানো শৈশব... প্রথম হাতেখড়ি ।
আজও প্রিয় শিক্ষিকার ভিড়ে
দৃশ্যতঃ তোমারই ছবি ।

এই রুদ্ধ জীবন যুদ্ধে
যখনই হোচট্, খুইয়েছি ছন্দ...
মিথ্যে ভরসা আবছা করে
সন্ধান দিয়েছ পথ, পাশে থেকেছ ।

নিঃস্বার্থ ভালোবাসায় তুমি
ঋণী করেছ হররোজ ।
মা, প্রিয় মাধুরী...
এই শিরায়-সংশ্লেষে জেগে থেকো ।

.........................


কৃষ্ণা দেবনাথ

ঠিকানা:
উদয়পুর, রায়গঞ্জ
উত্তর দিনাজপুর
পিন নং: 733134

1 comment: