রবিউল ইসলাম মন্ডলের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

রবিউল ইসলাম মন্ডলের কবিতা


আর্দশ শিক্ষক

----------:---------




শিক্ষক সে মহামানব মানুষ গড়ার কারিগর
স্বাস্থ‍্য শিক্ষায় নব সৃষ্টিতে সে তো আজব জাদুকর ।
সহস্র বছর পরেও কমবে না শিক্ষার দাম
যতই পড়িবে তুমি বাড়বে তো ক্রমেই জ্ঞান।

হানাহানি, রাহাজানি রাজনীতি হোক না যত
আর্দশ শিক্ষক থাকবে সর্বক্ষণ নিরেপেক্ষ।
শিক্ষক শুধু তো মানুষ নয় কারো কারো কাছে ভগবান-
সমাজের চোখে আছে তাদের পৃথিবীর সেরা সম্মান।

অত‍্যাচারীর মিথ‍্যাচারে সমাজ ব্যবস্থা অতিষ্ট
শিক্ষক যদি হয় আক্রান্ত সেটি হবে খুবই নিকৃষ্ট।
শিক্ষকতা শুধু পেশায় নয় গড়বে যে স্বচ্ছ সমাজ
প্রতিটাই মা এক জন সন্তানের প্রধান শিক্ষক ।
সমাপ্ত-------

No comments:

Post a Comment