Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

ছড়া ।। বুড়িটা ।। অনিন্দ্য পাল



















সাতসকালে পাড়া মাথায়, হাঁক পাড়ছে বুড়ি 
আয়রে আমার চুনোপুঁটি, বাজলো পাঁচটা কুড়ি। 
কুড়ুল হাতে চললো বুড়ি, সঙ্গে পান্তা ভাত 
আচ্ছা আচ্ছা জোয়ান নাকি, বুড়ির কাছে কাত!
বুড়ি নাকি রোজ সকালে মাইল দশেক হাঁটে 
তেষ্টা পেলে চুমুক মারে জার্সি গরুর বাঁটে, 
চুনোপুঁটি সঙ্গে বুড়ির থাকে সকল কাজে, 
সন্ধ্যে বেলায় কাজ ফুরোলে চপ-ফুলুরি ভাজে। 
সেই বুড়িটা এক বিকেলে মাথায় কাঠের বোঝা, 
কিচ্ছুটি নেই পেটে তখন, চলছে প্রথম রোজা।
দেখলো হঠাৎ একটু দূরে, একটা মেয়ে পড়লো ঘুরে 
চারধারে তার দাঁড়িয়ে আছে গোটা চারেক ছোঁড়া, 
এক পলকে বুঝলো বুড়ি নয়ত এটা খেলা থুড়ি, 
সর্বনাশের ইচ্ছা ওদের শয়তানেরই গোড়া!  
এরপরে যা ঘটলো তখন, চারটে ছোঁড়ার জীবন-মরণ 
বুড়ির হাতে দুলছে কুড়ুল, টকটকে লালবরণ! 
চারটে ছোঁড়া প্রাণ বাঁচিয়ে বললো থানায় সব সাজিয়ে 
বুড়িই নাকি করছিল খুন -- কুড়ুলখানা দিয়ে!  
ওই ছেলেদের বাবা কাকা, পকেট ভরা কালো টাকা 
উপুড় করে ঢেলে দিতেই-- থানার টেবিল ফাঁকা, 
চারচারজন পুলিশভায়া ধরলো বুড়ির হাত আর পায়া 
শুনলো না কো একটা কথাও, বললো, কাটা মায়া! 
 
বছর কয়েক পর সে বুড়ি জেলের ভিতর ভাঙছে নুড়ি 
দেখতে পেল সেই মেয়েটা একটু দূরে বসে, 
অবাক চোখে তাকিয়ে বুড়ি ফেলে দিয়ে হাতের নুড়ি 
ফিসফিসিয়ে ডাকলো তাকে --বললো কি রে ছুঁড়ি? 
তুই কি করে এই নরকে হাঁটলি কেন এই সড়কে? 
কেনইবা তুই পড়লি ধরা শয়তানেরই হাতে? 
দু-চোখ ভরা জল ছাপিয়ে ধরা গলায় ঠোঁট কাঁপিয়ে 
বললো মেয়ে যে ঘটনা বুড়ির পাশে বসে -- 
ওই ছেলেরা যুক্তি করে, বন্ধু সেজে করলো বিয়ে 
নিয়ে গেল মাসেক পরে মিথ্যে আশা দিয়ে 
বলেছিল, চাকরি আছে বিদেশ থাকে, আপিস কাছে 
যেতে হবে সেই শহরে রাখবে ভাতে -মাছে, 
অভিনয়ে ভুলে ছুঁড়ি বিদেশ এল কপালপুড়ি 
ভালোবাসার ফাঁদ চেনেনি সদ্য ফোটা কুঁড়ি। 
এরপরে সব নরক জ্বালা, দিল যারে বরের মালা 
বিকিয়ে দিল শরীরটা তার --দরজা বন্ধ তালা! 
আসতো যারা রোজ দুবেলা করতো তাকে ফালাফালা 
তাদের কাছেই বলতো কেঁদে নিজের জীবন-জ্বালা।
এমনি এক রাতের বেলা তার ঘরেরই দরজা ঠেলা 
অন্ধকারেই নিল হাতে মদের ভাঙা বোতল, 
মাতাল যখন ঢুকলো ঘরে টলমলিয়ে গায়ের 'পরে 
ঢুকিয়ে দিল অস্ত্র কাচের --একটা যদি মরে! 
এক ছুট্টে বেরিয়ে এসে, পথের মাঝে দাঁড়িয়ে শেষে 
কিচ্ছুটি সে চিনতো না তাই ভিড়েই গেল মিশে। 
কপালে পাপ থাকলে তখন মরার পরেও হয়না মরণ 
ধরলো পুলিশ তাকেই এবার, তার বেরোলো শমন!
এরপরে এক দুঃখ-গাথা শুনে বুড়ির ঘুরলো মাথা, 
ভাগ্য কেন এমন? 
ঢুকতো পুলিশ দিন দুপুরে ছিঁড়তো তাকে অন্ধ ঘরে 
পালা করে আসতো সবাই 
হয়নি বিচার যখন!
বলেছিল, মুখ খুললে পুঁতে দেবে জেলের ঝিলে 
জানবে না তো কাক-পাখিতেও রটবে "ফেরার" তখন! 
মরেই আছি আর কি মরণ? 
আর কী হবে? যাক না জীবন! 
বলেই দিলাম আদালতে জানতে চাইলো যখন, 
তারপরে যা ঘটলো ঘটার 
চাকরি গেল পুলিশ ব্যাটার, 
আমার গলায় দিল মালা করলো সবাই বরণ। 
বললো আইন, খুন করেছে শাস্তিটা তাই লেখাই আছে 
খাটতে হবে জেল কিছুদিন-- 
হবে না তো মরণ! 
শুনলে বুড়ি, কেমন বলো কি ছিল কি হয়ে গেল, 
চলো এবার ভাঙবো নুড়ি 
দু-জনাতে, কেমন! 
 
================================ 
 

অনিন্দ্য পাল 
প্রজত্নে -- বিশ্বনাথ পাল 
গ্রাম -- জাফরপুর 
পোঃ-- চম্পাহাটিি 
পিন - ৭৪৩৩৩০
থানা -- সোনারপুর 
জেলা -- দক্ষিণ চব্বিশ পরগনা 


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক