কবিতা ।। ক্যানভাস ।। লাবণী পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।। ক্যানভাস ।। লাবণী পাল


   














টুপটাপ বৃষ্টিরা বানভাসী।
একা মেয়ে, মেঠোপথ, আনমনা।

এলো চুল আকাশের মেঘ শাড়ি,
ঘুম ঘুম স্বপ্নেরা জাল বোনে।
স্মৃতি থাক চোরকাঁটা মন-ভাঁজে।
ক্যানভাসে সাদা কালো দিনলিপি,
টুপটাপ বৃষ্টির একতারা।
একা মেয়ে চলে যায় আনমনা !

আলগোছে রোদ্দুর হাত ছোঁয়,
রামধনু দু'চোখের প্রান্তরে।
লাল নীল জটিলতা - দিক ভুল।
আলপথ কুয়াশায় নিশ্চুপ।
টুপটাপ বৃষ্টিতে কোন্ সুর ?
একা মেয়ে, সীমাহীন যন্ত্রণা !
--------------



লাবণী পাল
ধুপগুড়ি, জলপাইগুড়ি।

No comments:

Post a Comment