কবিতা ।। বর্তমান পরিস্থিতি ও সংক্রমন ।। মায়ামৃগ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।। বর্তমান পরিস্থিতি ও সংক্রমন ।। মায়ামৃগ

 

















ভেবেছিলাম বসন্ত আবার আসবে  -
আসলো না, মরুভূমি'র রুক্ষ, শুষ্ক হৃদয়ে
বিশ্বাস ,মমত্ববোধ, ভালোবাসা উধাও 
কণ্টকগুলি আজও বিদ্যমান উচ্চশিরে ।

তীর বুক পেতে সয় ,
ভালোবাসা'র উপচানো অজস্র ঢেউয়ের আঘাত
ক্রমে-ক্রমে ক্ষয়ে- ক্ষয়ে সঁপে দেয় নিজেকে
ওঠাপড়া সময়ের ভাবধারা আঁকে
কেবল বালি আর বালি ভরা বুক নিয়ে
আজও কি যেন খোঁজে একাকী
সময়ের বুক চিরে ।

শিহরণ ছিল আলতো স্পর্শে
পুলকে ভরে ছিল মন 
প্রকৃতির খোলা এ্যালব্যাম জুড়ে খুঁজেছি প্রাণ
বাঁচার ঘরে দেখা দিয়েছে আকাল 
দখিনা বায়ু আজ পথ ভোলা পথিক
স্বার্থাণ্বেষী প্রাণের বাড়বাড়ান্ত 
সামাঞ্জস্য রেখে ।

ঘুমের ঘোরে আর স্বপ্ন দেখিনা 
ঘুম ভাঙে মাঝরাতে ,
শেষের কবিতা কলম নিবে প্রাণ পায়
তখন অজস্র চোখ উঁকি দেয় অজস্র চোখের আড়ালে,
প্রতীক্ষা বাঁচার সংখ্যাতে নয়, চলে যাওয়ার
রাস্তা গেছে বেঁকে, ছিন্ন হয়েছে সরলরেখা 
বাঁচার লড়াইয়ে সবাই সবার প্রতিযোগী ।

যে মাটিতে রেখেছি পা. ..
শিরাবেয়ে নেমে আসে সংক্রমণ
বাঁচা বাড়ার আংশিক দ্বিধা পেয়ে বসে মন জুড়ে
শুদ্ধতা নেমে আসুক গঙ্গা ধারায়
আর মন চায় জন্ম নিতে ওই লোকে
যেখানে এসব নেই ।

===============


      








No comments:

Post a Comment