ক্ষমা করুন শঙ্খ ঘোষ
জীবনকুমার সরকার
ক্ষমা করুন শঙ্খ ঘোষ
আমরা আর বেঁধে বেঁধে
থাকতে পারছি কই?
যেদিকে তাকাই সেদিকেই জীবন্ত
লাশেদের চরম ভীড়
তাদেরই বাতাসে মেরুদণ্ডহীন
গাছেরা করছে হই
শেয়াল আর শকুনের ফাঁদে
এত এত মানুষেরা সব
সুবিধার খোঁজে ব্যস্ত
ক্ষমা করুন শঙ্খ ঘোষ
নষ্টরাই এখন ভুবন চালাবে
শিশুরা আরও আরও বেশি লাশ হবে
ধরিত্রী হবে বিধ্বস্ত
একে একে সবাই লাশেদের দেশে
নষ্টদের উল্লাসে বাজাবে নূপুর
এ সমাজ নষ্ট হতেই ত্রস্ত।
===============
জীবনকুমার সরকার
পরশপাথর অ্যাপার্টমেন্ট
৩ নং গভঃ কলোনী
মালদা
৭৩২১০১
No comments:
Post a Comment