কবিতা।। স্থিতি ।। প্রতীক মিত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা।। স্থিতি ।। প্রতীক মিত্র

স্থিতি

 প্রতীক মিত্র  


যেখানে ছিলাম সেখানেই আছি
দ্বিধার কাছাকাছি,
আকাশ নীল তবু দৃষ্টি ঘোলাটে
দমকা হাওয়ায় পাতাগুলো চঞ্চল পলকা মলাটে।
টুপটাপ কাটা যাচ্ছে নামগুলো অসময়ের খামখেয়ালে
পবিত্র শিখায় দীর্ঘ ছায়া পড়ে দেওয়ালে।
পোষমানা পায়রাগুলো শূন্যে উড়তে নারাজ
আয়নায় ওটা কি পড়ে তারই নাকি কপালের ভাঁজ?
স্বপ্ন দেখার দুঃসাহস তবু দেখিয়ে পেরিয়ে যাবো ভেবে
এ আঁধার দেখি বহু দিনের আত্মিক ভয়ের শিরশিরানি স্বভাবে।
আজ যারা কাঁদছে…ঠিকই…আমার কেউ না
কিন্তু সেই কান্নাই যদি আগামীতে পেরোয় চৌকাঠের সীমানা
আমার ঘরের?
এ কোন নিয়তির ডানা ঝাপটানিতে বধিরতা চরাচরের।
আকাশ নীল তবু দৃষ্টি ঘোলাটে
দমকা হাওয়ায় পাতাগুলো চঞ্চল পলকা মলাটে।
যেখানে ছিলাম সেখানেই আছি,
দ্বিধার কাছাকাছি।
-------------------------------- 
 


প্রতীক মিত্র

12A, Supti Mitra Sarani, Konnagar, Hooghly, Pin: 712235


No comments:

Post a Comment