দুটি কবিতা ।। আবদুস সালাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

দুটি কবিতা ।। আবদুস সালাম

 

শূন্যতার গা ঘেঁষে


বিশ্বাসের দরজায় বিড়ম্বনা তুলছে মাথা 
আটপৌরে জীবন
নেমে আসে দ্বিধা দ্বন্দের নিত্যসমাস
শূন্যতার ভিতর লেপ্টে  যায় নিষ্ঠুরতার সন্যাসী অভিযান

প্রাত্যহিক জীবনে দল বেঁধে অভাবেদের  যাওয়া আসা মন্দ লাগে না 
মৃত্যু এখন সহজ লভ্য অহংকার
ঘরে ঘরে জ্বলে  দুঃখের উনুন
আবর্তনের গা ঘেঁষে  পুড়ে যায় চিতা ভর্তি শ্বাসকষ্ট
অগ্নিস্রাব হয় বিশ্বাসী রমণীদের
 অপরিণত বোকা কাহিনীর মতো প্রেম  গর্ভবতী হয়
আটপৌরে সংসারে নাড়ীর যোগ বলে কিছু হয়না

শূন্যতার আগমনে আক্রান্ত হয় ভালোবাসা
ধূলোর আস্তরণ জুড়ে  বিচ্ছেদের বিস্তীর্ণ মাঠ
অসফল ধূসর স্বপ্নেরা  চৈত্রের ঝড়ে ঠুংরী গায়
এভাবেই বিশ্বাসের দরজায় হানা দেয় অপরিচয়
আমরা আধুনিক হই
প্রেমের রাস্তায় খেলা করে  খোলাম কুচির নিষ্ঠুর আহ্বান
 


 ওরা বাড়ি ফেরে না


আর্তনাদের বাতাস ধেয়ে আসছে পাড়ায়
রাস্তারা কেঁপে উঠছে থর থর করে
বিকেলের মাঠ, আলো কমে এলে ওরা সবুজ ঘাসে রক্তের আলপনা আঁকে

অন্ধকার  পাড়ায় নেমে এলে
হাসপাতালের বেডে শুয়ে থাকে সন্ত্রাস
ধর্মের কাছে প্রশ্ন করি বারবার
" ভাত দেওয়ার মুরোদ নেই কিল মারবার ঠাকুর"
 হিংস্র তুলিতে  এঁকে চলেছে অন্ধকারের জটিল সূত্র

অন্ধ নদীর বিষন্ন স্রোতে ভেসে যায় আত্মীয়ের দেহ
ধর্ম শকুন ঠুকরে খায় রক্ত মাখা ইতিহাস
ওরা আর কোনদিন বাড়ি ফেরেনা 
স্ত্রী শাখা সিঁদুর মুছে প্রলাপ করে রাস্তার মোড়ে
 
#######################

আবদুস সালাম
 প্রয়াস শ্রীকান্তবাটি মাদারল্যান্ড
ডাক রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ ৭৪২২২৫ 
৯৭৩৪৩৩২৬৫৬


No comments:

Post a Comment