কবিতা ।। তুমিও তেমনই নদী ।। সৌমিত্র চট্টোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।। তুমিও তেমনই নদী ।। সৌমিত্র চট্টোপাধ্যায়


তুমিও তেমনই নদী

সৌমিত্র চট্টোপাধ্যায়



কুয়াশার মাঝে রঙিন 
বন্যার মত উথালপাথাল 
মেঘ, 
সে তো তোমারই মনের আস্তরণ

মাঝে মাঝে দিবাস্বপ্নের মত প্রগতিশীল
সামনে পিছনে দীক্ষিত আলোর স্ফুলিঙ্গ
বাতাসের মত একটানা 
উৎসবের আয়োজন 

শরীরে লেপ্টে থাকা বৃক্ষের গায়ে মিথোজীবীতা
তুমিও তেমনই নদী 
পাহাড়ের গা বেয়ে নেমে আসা
ঝলমলে 

তন্বী...

--------
 

Soumitra Chatterjee

Ashiyana Society, Flat. 2C,
Phase-2,Shankarpur,
Durgapur - 713212
       

No comments:

Post a Comment