Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

গদ্য ।। কবিতার কথা ।। সুবীর ঘোষ


কবিতার কথা

 

সুবীর ঘোষ

 

   একজন মা যেমন নিজের সন্তানকে কারো সঙ্গে তুলনা করে দেখতে চান না , তেমনি আমার কবিতার গায়ে আমি তত্ত্বায়নের লেবেল আঁটা পছন্দ করি না । ফলে কবিতার ক্রিয়াকরম রীতিপ্রণীতি ব্যাকরণ কিছুই জানা নেই আমার । জানি না কবিতার সংজ্ঞা ও ভূমিকা কুশল ও কৌশল । কোনো উদ্দেশ্য নিয়ে কবিতা লিখি না , কোনো প্রাপ্তির জন্যও নয় , কোনো বার্তা দেবার জন্য তো নয়ই । কবিতায় আমি নিজের সঙ্গেই কথা বলি , এ আমার অফুরন্ত আনন্দের স্বরালাপ খেলা । কখনো চোখের আলোয় কোনো রৌদ্রপ্রতিমাকে দেখা যায় , যার সঙ্গে কথাও বলা যায় । কবিতা তখন কিছুটা দ্বিরালাপ হয়ে যায় ঠিকই তবে প্রকৃত দ্বিরালাপ তো কবির সঙ্গে পাঠকের কথা বলা ।

 

অনেকে অনেক কথা বলেছেন ---কবিতা হয়ে ওঠে , বেজে ওঠে । কেউ কেউ নির্মাণ – বিনির্মাণের কথাও বলেছেন । আমি মনে করি কবিতা এসে ওঠে । আমরা যেমন বেড়াতে গেলে কোনো হোটেলে গিয়ে উঠি তেমনি কবিতা অজানা কোনো স্বপ্নলোক থেকে এসে ওঠে সাদা কাগজের চৌকো ঘরটিতে । সেটিকেও সে শব্দে বর্ণে অর্থে ব্যঞ্জনায় আলোকিত করে তোলে ।

 

যদিও বাংলাভাষায় আদিকাব্যগুলো সবই গল্প বলেছে , আমি কবিতায় গল্প বলা পছন্দ করি না । সংবাদ মূলত কাব্য কী না জানি না কিন্তু কাব্য মূলত সংবাদ কখনই নয় । কাজেই সংবাদপত্রের তাজা খবরকে কবিতায় অনুবাদ করে দেব এটা চাই না । কবিতা ভ্রমণবৃত্তান্ত নয় যে তাকে খুব বেশি স্মৃতি ভারাক্রান্ত হতে হবে । কবিতা কবির জীবনচরিত নয় যে তাকে নিজের অভিজ্ঞতা লিখে যেতে হবে কবিতায় । কবিতা প্রাকৃতিক বর্ণনা বা দৈনন্দিন যাপনের ঘটনাবলি বলারও জায়গা নয় । অর্থাৎ কবিতা আখ্যান নয় , রিপোর্টাজ নয় , স্মৃতিকথা নয় , আত্মজৈবনিক নামচা নয় , ফোটোগ্রাফ নয় , বিবৃতি নয় , বায়োপিক নয় । তাহলে এগুলো কি কিছুই থাকবে না ? আমার উত্তর ---- সব থাকবে কিন্তু যেভাবে চায়ের ব্লেন্ডিং হয় সেভাবে । কবিতার সত্যের সঙ্গে জড়জগতের সত্য মিশে যাবে বুদ্ধিমত্তার সঙ্গে । কবির স্মৃতি অভিজ্ঞতা সব থাকবে এত খন্ড খন্ড আকারে যে তা দিয়ে কারো পক্ষে কবির জীবনী লেখা সম্ভব নয় । কবিতার মধ্যে মনন দর্শন বিশুদ্ধতার ঝোঁক কবিতাকে গরিমা দেয় । কবিতা নিয়ে আসবে পাঠকের কাছে বচনাতীতের আনন্দ । কবিতা কবির কাছে সব থেকে নিরাপদ সেই লকার যেখানে কবি তাঁর গোপন কথা লুকিয়ে রাখতে পারেন । সে পাসওয়ার্ড ভেঙে ব্যাখ্যা বের করে নেওয়ার দায়িত্ব পাঠকের । আমি মনে করি নদীর বহতা জলে যেমন দুবার হাত ডোবানো যায় না তেমনি কবির অনুভবকে পুরোপুরি ছুঁতে পারা পাঠকের কেন , পরবর্তীকালে কবির নিজের পক্ষেই দুষ্কর হয়ে ওঠে । কবির অনুভব কতখানি পাঠকের উপলব্ধির কাছাকাছি যেতে পারছে , কবির প্রকাশ পাঠকের ভাবনার সমর্থন কতখানি পাচ্ছে তার ওপর নির্ভর করে কবিতার সার্থকতা ।

 

আমি এসব দর্শনকে বিশ্বাস করে কবিতা লেখার চেষ্টা করি । কবিতা আমার কাছে কোনো টাস্ক বা টার্গেট নয় , কবিতা আমার একান্ত নিজস্ব প্রয়োজনীয়তা ।

 

__________________________________________________________


 


 


 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত