Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

গ্রন্থ আলোচনা ।। স্বপ্ন দেখায় 'স্বপ্ন মেঘের সাগর বেলায়' ।। গোলাম মোস্তফা মুন্না,


স্বপ্ন দেখায় 'স্বপ্ন মেঘের সাগর বেলায়'


গোলাম মোস্তফা মুন্না


  বাংলা সাহিত্যে শিশু সাহিত্য একটি বিশেষ স্থান দখল করেছে। বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্যিক শিশুদের উপযোগী কবিতা, গল্প, ভ্রমণকাহিনী, ছড়া, ভুতের কাহিনী লিখে শিশুদের মনোরঞ্জন, চিত্রবিনোদন ও উপদেশ দিয়েছেন। শিশুরা মানসিক ভাবে শ্রীবৃদ্ধি করতে এগুলো পড়েছে। এখনো পড়ছে। আগামিতেও পড়বে।  তবে সাহিত্য চর্চা যারা করেন তারা সবাই যে শিশু সাহিত্যের জগতে বিচরণ করেছেন তা একদম ঠিক না। সাহিত্যের মধ্যে শিশুদের উপযোগী যে কোন লেখা খুবই কঠিন। শিশু সাহিত্যের মাঠে খেলা করা এতটা কঠিন। যা অন্যান্য শাখায় তত কঠিন নয়।
   ৬ থেকে ১২ বছর পর্যন্ত বয়সীদের উপদেশ, মনোরঞ্জন, বিশ্বাস, নির্দেশমূলক গল্প, কবিতা, ছড়া, ভ্রমণকাহিনী, ইতিহাস লিখে বাংলা সাহিত্যে অনেকে স্থান দখল করে আছে। বাংলা সাহিত্যে শিশুদের প্রথম গ্রন্থ বলে ধরে নেয়া হয় 'নীতিকথা'কে। ১৮১৮ সালে কলিকাতা স্কুল-বুক সোসাইটি কর্তৃক প্রকাশিত ১৮টি উপদেশমূলক গল্পের সমন্বয়ে প্রকাশিত হয় নীতিকথা।  
  বাংলা সাহিত্যে দ্বিতীয় পর্যায়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বোধোদয় (১৮৫১), কথামালা(১৮৫৬), বর্ণপরিচয় (১৮৮৫) মদনমোহন তর্কালঙ্কারের শিশু শিক্ষা (৩ভাগ, ১৮৫০-৫৫), অক্ষয় কুমার দত্তের চারুপিঠ (৩ খন্ড, ১৮৫৫-৫৯) উল্লেখ করা হয়।
    তৃতীয় পর্বে রবীন্দ্র যুগ বলে ধরা হয়। এসময় শিশুদের উপযোগী লেখা হয়েছে অনেক। রবীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, কাজী নজরুল ইসলাম, অবনীন্দ্র নাথ ঠাকুর প্রমুখ শিশু চিত্ত-বিনোদনে এগিয়ে এসেছেন। পরবর্তী সময়টাকে শিশু সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। এসময় শিশুদের উপযোগী অনেক গ্রন্থ বাংলা সাহিত্যকে বিকশিত করেছে।  
   শিশুদের উপযোগী আরেকটি গ্রন্থ প্রকাশিত হয়ে ২০২১ সালের বইমেলায়। স্বপ্ন মেঘের সাগর বেলায় গ্রন্থটির লেখক শাহনাজ পারভীন। বিশিষ্ট কবি ও গবেষক, শিক্ষাবিদ  ড. শাহনাজ পারভীনের প্রথম গ্রন্থ প্রকাশিত হয় ২০০১ সালে। গ্রন্থটির (কাব্যগ্রন্থ) নাম প্রদোষ বেলার চিৎকার। এরপর থেকে তার অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমার জানা মতে শিশুদের জন্য তার প্রথম গ্রন্থ ' স্বপ্ন মেঘের সাগর বেলায়'। শিশু সাহিত্যের পাশাপাশি অন্যান্য শাখায় বিচরণ করেছেন অনেকেই। তার সংখ্যা খুব বেশি নয়। শাহনাজ পারভীনের ইতিপূর্বে গবেষণা, কাব্যগ্রন্থ, উপন্যাস, গল্প, প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সে ক্ষেত্রে সাহিত্যের অধিকাংশ শাখায় তার অবাধ বিচরণ সেটি লক্ষণীয়। 
'স্বপ্ন মেঘের সাগর বেলায়' শিশুদের ভ্রমণের উপযোগী এ উপন্যাসটি একবার পড়া শুরু করলে যে কোন শিশু বা যে কোন বয়সের পাঠক শেষ না করে উপায় থাকবে না। উপন্যাসের ভাষা শিশুদের যেমন উপযোগী, তেমন অ্যাডভেঞ্জার রয়েছে প্রতিটি খন্ডে। ভাল লাগা, ভালোবাসা, নদী-সাগরের গভীরের সাথে মিশে যাওয়া অনবদ্য আকাঙ্খা প্রকাশিত হয়েছে। নাফির ভ্রমণের ইচ্ছা এসমাজের সকল শিশুদের ইচ্ছা শক্তির আকাশ রাঙিয়ে দেবে বলে মনে হয়েছে। শিশুদের আকর্ষণ বাড়ানোর জন্য এ উপন্যাসে কখনো আঞ্চলিক শব্দ, কখনো চলিত শব্দ ব্যবহার করা হয়েছে।
৯টি খন্ডে ৪৭ পৃষ্ঠার এ উপন্যাসটি প্রকাশ করেছে প্রতিভা প্রকাশ। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০২১। মূল্য ১৩৫ টাকা। নান্দনিক প্রচ্ছদ এঁকেছেন নিসা মাহজাবীন। উৎসর্গ করা হয়েছে তার নতুন প্রজন্মের আনিফ তাসফিক (তানফী), আজমিন তাহারিজা (তাহান), জোভিরা চৌধুরী (জাহান)কে।

---------------- 
 

গোলাম মোস্তফা মুন্না
৪১১ আব্দুর রশিদ সড়ক
সিটি কলেজ পাড়া
যশোর
মোবাইল : +৮৮০১৭১৮২০৮৮১৫





মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩