কবিতা ।। হতভাগ্য হারান ।। অভিষেক ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।। হতভাগ্য হারান ।। অভিষেক ঘোষ



 হতভাগ্য হারান

        অভিষেক ঘোষ


দুর্বল পায়ে হেঁটে যায় রোদ,
হারানের আট ফুট বাই দশ ফুট
একখানা ঘরে, নিঃশব্দে নোনা ঝরে ।

ঠান্ডা ভাতে উড়ে এসে বসে মাছি ।
হারান বোঝে আরো কেরোসিন চাই,
উনুনে যেমন প্রয়োজন, তেমনি একটু 
ছড়িয়ে দেওয়া দরকার বাড়ির চারপাশে ।
ভালো মাছি মরে তাতে, কেরোসিন ভারী উপকারী ।

কবেকার সস্তার গেঞ্জি, ফুটো-ফাটা জেগে আছে সমুদ্রের বুকে জনমানবহীন দ্বীপপুঞ্জের মতো !
চর্মরোগ-লাঞ্ছিত ত্বক, চুলকে চলাও শখ । 
হারানের পায়ে পায়ে ঘোরে, বোসেদের পলাতক মেনি ।
হারান ভাগ করে খায়, পৃথিবীর সবচেয়ে ছোটো, ট্যাংরা অথবা তেলাপিয়া । তারপর 
হাত ধোয় যেইখানে, সেইখানে মোতে ।

দু-জনে একসাথে ফিরে আসে ঘরে,
একসাথে গুটিসুটি মেরে শুয়ে পড়ে তক্তপোশে । রেডিও মির্চি শোনে, অকাতরে ঘুমোয় আর 
ঘুম থেকে উঠে পড়ন্ত আলোয় বসে বসে ভাবে, বেকার বেকার আরেকটা দিন কেটে গেল ।

পলাতক মেনি তার দিকে চেয়ে থাকে ঠায় 
আর থাবা চেটে ভাবে, লোকটা বেকার না হলে,
কবেই একে বিয়ে করে নেওয়া যেত !
----------------------------




Name - Abhisek Ghosh.
Address - Swinhoe Lane, 
Kasba, Kolkata - 42.


No comments:

Post a Comment