কবিতা ।। আরো কিছু বাকি ।। ইলা চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।। আরো কিছু বাকি ।। ইলা চক্রবর্তী


আরো কিছু বাকি

ইলা চক্রবর্তী 


অন্তহীন অপেক্ষা, শুধু তাই নয়, 
বরং কিছু কথার উত্তর আজও বাকি।
বুঝি সেও, আমারই মতো একাকী !
সুখ পাখি অবমুক্ত হবে....তার অচল ভালোবাসায়।
কঠিন অবয়ব রাখি তার সন্মুখে!
সে জানে ভালোবাসার কি মানে,
তবুও কষ্ট বুকে নিয়ে বাঁচা।
অন্তহীন অপেক্ষা শুধু তাই নয় -
আরো কিছু বাকি।
তারই ধারাবাহিকতায় চলেছে মন,
দেখে স্বপ্ন আর তার আলাপন।
নিরালা হাত দুটি ধরে চলা শুরু-
সেই পথ, যে পথ রচনা করেছ তুমি.
একটু একটু করে সৃজশীলতায়,
রেখেছ স্পর্শ, একটু উষ্ণতায়!
অন্তহীন অপেক্ষা শুধু তাই নয়-
আরো কিছু বাকি!

               _______
 

    
   ইলা চক্রবর্তী
C/O অনিল সরকার
413/2 পূর্ব সিঁথি বাই লেন
নিয়ার - নতুন বাজার
P,S - দম দম ( উত্তর 24 পরগনা)
কলকাতা - 700030

No comments:

Post a Comment