কবিতা ।। সংক্রমণের করোনাকাল ।। তপতী মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।। সংক্রমণের করোনাকাল ।। তপতী মণ্ডল



         সংক্রমণের করোনাকাল

                তপতী মণ্ডল

 

ভয়ংকর সংক্রমণের করোনাকাল, 
সংক্রমিতের ঠাঁই কোভিড- হাসপাতাল। 
আতঙ্কিত প্রাণে হতাশার হাতছানি
বেঁচে থাকার অনিশ্চয়তার আগমনি।

চারিদিকে চেয়ে দেখি--
আক্রান্তের অনন্ত সারি, 
উদাসী চাউনির সকরুণ আর্তি
পিছুটান ছেঁড়ার মরমী কাতরোক্তি। 

ক্ষণে ক্ষণে অ্যাম্বুল্যান্সের ধ্বনি--
কাঁপিয়ে তোলে ভয়ার্ত  বক্ষখানি, 
কোন্ অজানায় দিচ্ছে পাড়ি--
হাহাকারের করুণ ধ্বনি। 

লাশের পরে লাশ জমেছে, 
শ্মশান পানে ছুটছে শব,
চিতার আগুন ক্ষেপেছে  আজ, 
জ্বলছে সেথায় অসহায় আর্তনাদ। 

কবর ও যে হাঁপিয়ে উঠেছে
একের প্রকোষ্ঠে অনেকজন, 
পড়ে থাকা শবের শরীর
সারমেয়  খাচ্ছে ছিঁড়ে। 

বয়স্করা বাড়ির বোঝা
সময় ফুরিয়েছে  তাদের, 
যত্রতত্র যাচ্ছে ফেলে
কোলে-পিঠে বড়ো করেছে যাদের। 

কোথায় গেল জাত-ধর্ম
মৃত্যুর পাশে জীবন শুয়ে, 
ভগবান আজ নীরব দর্শক
দেখছে সবই ধৈর্য নিয়ে। 

অসুস্থ সব মানুষগুলো
প্রিয়জনের পরশ চায়, 
নাড়ির কাছে কাতর টান
যন্ত্রণাটা বাড়ছে তাই। 

বাবা মাকে একলা ফেলে
যাচ্ছে চলে একমাত্র ছেলে। 
করোনা কত প্রিয় কেড়েছে, 
একলা করেছে আপনজনে।

লকডাউন করল কর্মহীন, 
পরিযায়ীদের দুর্দশার দিন, 
রেলের চাকা পিষে দিল
বিশ্ব তার সাক্ষী রইল। 

মাইল মাইল হাঁটল শিশু
অনাহারে আঁচলতলে, 
'সাচ্চে দিন' বাতলে তবু
যুদ্ধবিমান কিনছে প্রভু। 

ভোটের সভা লাগামছাড়া
করোনাবিধি হয়নি মানা, 
নেতারা সব মাচার পরে
ভুগছে জনসাধারণে। 

পাপের বোঝা বড্ড ভারী
মুখ ঢেকেছি  মাস্কে,
দূরত্ববিধিও মানতে হবে
কে বোঝাবে অবুঝকে।

করোনা কাড়ছে  লাখো প্রাণ, 
খালি হচ্ছে বিশ্বকোল, 
অক্সিজেনের পড়েছে খোঁজ
সবুজ নিধন হচ্ছে রোজ। 

ধুলোয় ঢাকা বিবেকটাকে
মানবতায় ঝেড়েমুছে, 
পরস্পরে পাশে থেকে
এসো, বাকি কটাদিন কাটাই হেসে।। 
_____________________________
 

 
 তপতী মণ্ডল
রহড়া,  উত্তর ২৪ পরগণা





No comments:

Post a Comment