Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

কবিতা ।। সংক্রমণের করোনাকাল ।। তপতী মণ্ডল



         সংক্রমণের করোনাকাল

                তপতী মণ্ডল

 

ভয়ংকর সংক্রমণের করোনাকাল, 
সংক্রমিতের ঠাঁই কোভিড- হাসপাতাল। 
আতঙ্কিত প্রাণে হতাশার হাতছানি
বেঁচে থাকার অনিশ্চয়তার আগমনি।

চারিদিকে চেয়ে দেখি--
আক্রান্তের অনন্ত সারি, 
উদাসী চাউনির সকরুণ আর্তি
পিছুটান ছেঁড়ার মরমী কাতরোক্তি। 

ক্ষণে ক্ষণে অ্যাম্বুল্যান্সের ধ্বনি--
কাঁপিয়ে তোলে ভয়ার্ত  বক্ষখানি, 
কোন্ অজানায় দিচ্ছে পাড়ি--
হাহাকারের করুণ ধ্বনি। 

লাশের পরে লাশ জমেছে, 
শ্মশান পানে ছুটছে শব,
চিতার আগুন ক্ষেপেছে  আজ, 
জ্বলছে সেথায় অসহায় আর্তনাদ। 

কবর ও যে হাঁপিয়ে উঠেছে
একের প্রকোষ্ঠে অনেকজন, 
পড়ে থাকা শবের শরীর
সারমেয়  খাচ্ছে ছিঁড়ে। 

বয়স্করা বাড়ির বোঝা
সময় ফুরিয়েছে  তাদের, 
যত্রতত্র যাচ্ছে ফেলে
কোলে-পিঠে বড়ো করেছে যাদের। 

কোথায় গেল জাত-ধর্ম
মৃত্যুর পাশে জীবন শুয়ে, 
ভগবান আজ নীরব দর্শক
দেখছে সবই ধৈর্য নিয়ে। 

অসুস্থ সব মানুষগুলো
প্রিয়জনের পরশ চায়, 
নাড়ির কাছে কাতর টান
যন্ত্রণাটা বাড়ছে তাই। 

বাবা মাকে একলা ফেলে
যাচ্ছে চলে একমাত্র ছেলে। 
করোনা কত প্রিয় কেড়েছে, 
একলা করেছে আপনজনে।

লকডাউন করল কর্মহীন, 
পরিযায়ীদের দুর্দশার দিন, 
রেলের চাকা পিষে দিল
বিশ্ব তার সাক্ষী রইল। 

মাইল মাইল হাঁটল শিশু
অনাহারে আঁচলতলে, 
'সাচ্চে দিন' বাতলে তবু
যুদ্ধবিমান কিনছে প্রভু। 

ভোটের সভা লাগামছাড়া
করোনাবিধি হয়নি মানা, 
নেতারা সব মাচার পরে
ভুগছে জনসাধারণে। 

পাপের বোঝা বড্ড ভারী
মুখ ঢেকেছি  মাস্কে,
দূরত্ববিধিও মানতে হবে
কে বোঝাবে অবুঝকে।

করোনা কাড়ছে  লাখো প্রাণ, 
খালি হচ্ছে বিশ্বকোল, 
অক্সিজেনের পড়েছে খোঁজ
সবুজ নিধন হচ্ছে রোজ। 

ধুলোয় ঢাকা বিবেকটাকে
মানবতায় ঝেড়েমুছে, 
পরস্পরে পাশে থেকে
এসো, বাকি কটাদিন কাটাই হেসে।। 
_____________________________
 

 
 তপতী মণ্ডল
রহড়া,  উত্তর ২৪ পরগণা





মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল