কবিতা ।। ব্রতপালন ।। ভারতী বন্দ্যোপাধ্যায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।। ব্রতপালন ।। ভারতী বন্দ্যোপাধ্যায়

ব্রতপালন 

ভারতী বন্দ্যোপাধ্যায়


এই কথাটা ঠিক বলেছে গোঁসাই
তোমার আমার কন্ঠীবদল হলে
পৃথিবীর সব ঈর্ষায় গাছের গোড়ায়
দু -এক  ফোঁটা বৃষ্টি পড়বে ঝরে,

আমিও আমার  তরুণ অঙ্গ মেজে
তোমার সঙ্গে গানের মাধুকরী,
গাঁ  শহরের সবার ঘরে ঘরে
বৌ-ঝিয়েরা মারবে উঁকি -ঝুঁকি,

পথে যেতে কৃষ্ণচূড়ার তলে
চুড়োর  মধ্যে সাজিয়ে নেবো ফুল
আমরা শুধু হাঁটবো মাধুকরী
ভালোবাসায় আর হবে না ভুল।
------------------------




Dr bharati Banerjee
AC. 71 profullakanan east
Kestopur, kol, 700101

No comments:

Post a Comment