একটা আত্মকথন লেখা যেতে পারে
তোমার চুলের বিনুনির মতো করে শব্দ বুনে,
খরস্রোতা নদীকে নিজের মধ্যে ধারণ করে
একের পর এক পেরিয়ে যাওয়া বাঁধা লেখা যেতে পারে।
চারিদিকে আসমুদ্র জল
জলে থৈ থৈ করছে
আমি কিনারা খুঁজছি
সেখানেই আত্মকথন লেখার চেষ্টা।
জ্বলন্ত প্রদীপের তলায় যত অন্ধকার
ঢাকা যাবে আলোকের আঙ্গিকে
বহিঃপ্রকাশ হবে ভালোবাসার কথা।
ভূমিকা জুড়ে
মিলনের কথোপকথন
কবে? কখন? কিভাবে সেই মিলন?
উপস্থাপনা জুড়ে
আমাদের ভালোবাসার মুহূর্ত
উপসংহারে
একটা ভালোবাসার পরিণতি এখনো বাকি।
----------------------
শুভজিৎ দে
গ্রাম - শাশপুর
জেলা - বাঁকুড়া
যোগাযোগ - 9091709626
No comments:
Post a Comment