কবিতা ।।মনঘর ।। মৌসুমী ভৌমিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।।মনঘর ।। মৌসুমী ভৌমিক


মনঘর 

মৌসুমী ভৌমিক 

 

****************

 

এই যে এত এত ভাবনা নিয়ে বেঁচে আছি 

নাড়াচাড়া করি মেঘজন্ম থেকে চাঁদজন্ম 

অবিরাম সঞ্চয় করি ছুঁড়ে দেওয়া মাধুকরী 

প্রত্যহ শোকের ছায়া বদলে যায় 

কান্না ঠেলে চোখ মেলে দুরন্ত ভোর

সংশয়ে, আবেশে কেমন নিভতে নিভতে জ্বলে ওঠে আলো 


অদৃশ্য তরঙ্গের আয়নায় ভাবনার জন্ম হয় 

শুধু মনঘরেই তার আবর্তন।

 

------------


Mousumi Bhowmik

A G Quarter complex, Syari,

P.O. -Tadong

Dist. - East Sikkim

Sikkim-737102




No comments:

Post a Comment