কবিতা ।। পাগলামি ।। অমিত মজুমদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।। পাগলামি ।। অমিত মজুমদার



পাগলামি

অমিত মজুমদার 


পাগলামি শিখছিলাম। একটা গাধা, একটা ঘোড়া 
আর ধরা যাক ইঁদুরকলে খাবার সেজে দাঁড়ানো একটা মানুষ 

এরা কেউই ঘোষিত পাগল নয় 
তবুও প্রত্যেকের কাছেই কিছু না কিছু শিখছিলাম 

এর মধ্যে সুযোগ বুঝে গাধার পিঠে উঠে বসতেই
গাধা উঠলো ঘোড়ার পিঠে আর ঘোড়াটা রেসের মাঠ মনে করে 
সরাসরি ঢুকে গেলো ইঁদুরকলে 

সেখানেই টোপ ফেলে বসে থাকা মানুষটার সঙ্গে দেখা 
আমরা অতি উৎসাহী হয়ে হাত মেলালাম ডানের সঙ্গে বাম 

শুধু খেয়াল করলাম না কলের ঝাঁপ নেমে যাওয়ায়
বাকি পৃথিবী থেকে আমরা বিচ্যুত হয়ে পড়েছি 

______________________________________________

 
AMIT MAZUMDER
VILL - WEST JAGADANANDAPUR 
( UTTARPARA ) 
PO - BETHUADAHARI
DIST - NADIA
PIN - 741126 


No comments:

Post a Comment