কবিতা ।।ব্যর্থতা ।। সেখ মেহেবুব রহমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।।ব্যর্থতা ।। সেখ মেহেবুব রহমান

ব্যর্থতা

সেখ মেহেবুব রহমান 


শাসক তুমি রক্ত পিপাসু
বিরোধী তুমি ক্ষমতা লোভী।
বিবেকহীন মননে বিস্তৃত লাশের সিঁড়ি বেয়ে
পার হতে চাও ভোট যুদ্ধ, উঠতে চাও ক্ষমতার শীর্ষে।

অক্সিজেনের অভাবে ছটফট করে মরতে থাকা মানুষগুলো
তোমাদের হৃদয় নাড়াতে পারে না, 
সংখ্যা হয়েই রয়ে যায়!
কিংবা, ভোট লড়াই জয়লাভের এক অবর্ণনীয় জঘন্য মাধ্যম হয়ে।

মিটিং-মিছিলে বিপুল জনসমাগম তোমাদের মেকি সফলতা।
বাতাসে ভেসে বেড়ানো স্বজন হারানো করুণ সুর, আর
মায়ের কোলে বিনা চিকিৎসায় এক হতভাগ্য কিশোরের মৃত্যু
তোমাদের প্রকৃত ব্যর্থতা, রাজনীতিবিদের রাজনৈতীক নগ্নতা।

অবাক লাগে এই অকৃতকার্যতার গ্লানি তাসত্ত্বেও তোমাদের গ্রাস করে না,
মৃত্যুপুরীর ওপর দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে বিভাজনের ভাষা শোনাও!

চেয়ে দেখো- 
চিতার আগুন নিরবিচ্ছিন্নভাবে জ্বলছে মহাশূন্যতার পানে চেয়ে।
শুনতে পাচ্ছ না- 
ভস্মীভূত হওয়ার পূর্বে তাদের শেষ আর্তনাদ।
কংক্রিটের বেড়া দিয়ে এই পরাজয় কী ঢাকতে পারবে?
আগুনের লেলিহান শিখা নিঃশেষিত হওয়ার সাথে জানান দিয়ে যাবে
তোমাদের অকর্মণ্যতা।।
----------------------------- 
 



লেখক পরিচিতি ঃ
নাম- সেখ মেহেবুব রহমান
গ্রাম- বড়মশাগড়িয়া 
ডাকঘর- রসুলপুর
থানা- মেমারী
জেলা- পূর্ব বর্ধমান
রাজ্য- পশ্চিমবঙ্গ
ডাকঘর সংখ্যা- ৭১৩১৫১

No comments:

Post a Comment