কবিতা ।। আমার খোলা জানালা ।। সুজিত কুমার মালিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

কবিতা ।। আমার খোলা জানালা ।। সুজিত কুমার মালিক

 আমার খোলা জানালা

সুজিত কুমার মালিক 


সন্তর্পণে বাহারি পর্দা সরিয়ে
শিক ফোঁড়া, রং চাপানো
জানালার পাল্লাটা খুলতেই
তোমার খুশির মতো
এক ঘর রোদ এসে পড়েছিল।
জানালার ওপার হতে
কত কি ভেসে আসে---
রাজনৈতিক অস্থিরতা, বেসরকারিকরণ;
জেঠিমা-কাকিমাদের পিএনপিসি
মূল্য বৃদ্ধি--গ্যাস থেকে ভোগ্যপণ্য;
তোমার মতো করে ছুঁতে পারেনি কেউ!
কৃষকের পদস্পর্শে কম্পিত রাজধানী,
কুম্ভমেলা থেকে মনীষার কান্না,
সিঙ্গুর হতে নন্দীগ্রামের জমি
শিতলকুচির হিমশীতল কাহিনী;
ভেজাতে পারেনি হাত, তোমার মতো!
আজান আর শাঁখের যুগলবন্দীতে
গুটি গুটি পায়ে সন্ধ্যা নামে।
মৌনমিছিলের জ্বলন্ত মোমবাতি
ভাসাতে পারে না আমায়
যেমন করে জোছনা দিয়ে ভাসাও!
রোদ-বৃষ্টি,দিন-রাত্রি,সুখ-দুঃখ
সব কিছু জুড়ে শুধু তুমি!
 
-------------------- 
 


সুজিত কুমার মালিক
মইখন্ড, হেলান,আরামবাগ,হুগলী
পিন:৭১২৪১২




No comments:

Post a Comment