লিমেরিকগুচ্ছ ।। কান্তিলাল দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

লিমেরিকগুচ্ছ ।। কান্তিলাল দাস











১| কাপড় শুকানো

মাতাল ঝাঁঝায় বউকে ভীষণ তুইও দিবি ফাঁকি ?
সুয্যিটা রোজ নয় ওঠে না, চাঁদ তো আছে নাকি !
        চাঁদের আলোয় কাপড় ভিজে
        শুকোতে তোর কষ্ট কি যে
তোর জ্বালাতে লুঙ্গি ছেঁড়ায় লজ্জা আমি ঢাকি !


২| রাতপাহারা

ভাদর মাসে কোকিল কেন ডাকছে এমন ওরে
বলল খুড়ো, এমন হলে ধন নিয়ে যায় চোরে
           বউ ছাড়া আর নেই কোনও ধন
           সাবধানে রয় অষ্টুচরণ
রাতপাহারা দিয়ে সজাগ ঘুমোয় অতি ভোরে!

৩| ঘাটের মড়া

খুড়োর গলায় কুটকুটানি, ঢোল হয়েছে ফুলে
ভাবল খুড়ি কমবে খাওয়ায় জলে তেঁতুল গুলে
           পাড়ার লোকে জুটল ত্বরা
           ভাবলো টাঁসবে ঘাটের মড়া
গাঁদাল ভেবে বিছুটি যে খেলো মনের ভুলে!

৪। বুদ্ধি বটে

হাঁটুন ঘাসে পা ডুবিয়ে ভোরে শিশির-জলে
চোখের রোগে ওষুধ সাথে ডাক্তারে যেই বলে
        পায়ে ঢেলে দশ শিশি জল
        হাঁটছে খুড়ো মিলছে না ফল
ডাক্তারে কন 'শিশির' কোথা! বুদ্ধি হবে ম'লে?

...............................

কান্তিলাল দাস
কিসমত অপূর্বপুর
বেলতলা লেন( সাধুখাঁ মাঠ )
ডাক- সিঙ্গুর
জেলা- হুগলি
দূরভাষ- ৮৭৭৭৬৩৯৭৭০

No comments:

Post a Comment