দু'টি কবিতা ।। জয়ীতা চ্যাটার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, May 16, 2021

দু'টি কবিতা ।। জয়ীতা চ্যাটার্জী


 

 

 

 

 

এ কথাও যথেষ্ট নয়


সৃষ্টির অলোক থেকে আজ অন্ধকার নেমে আসে
ধীর পায়ে তুমি এসে দাঁড়ালে অকস্মাৎ আমার পাশে
কোথাও তুমি নেই তোমার চুলের মতো রাত্রি ঝড়ে পড়ে
তোমার গায়ের গন্ধ আমাকে জড়িয়ে জাপটে ধরে
তোমার মুখে হঠাৎই বৃষ্টি জ্বলে ওঠে
রোমাঞ্চ লাগে আজও আমার উতপ্ত ঠোঁটে
তোমার চোখেই এখনও প্রেমের ক্ষমতা আছে
তোমার ঠোঁটে এসে দাঁড়িয়েছে কৃপা বাক্য
পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে তোমার কাছে
ধীরে ধীরে কথা উঠে যাচ্ছে একাকী দুজনকে রেখে
দুজন দুদিকে সিন্ধুর দুপারে এক অঙ্গ কাঁদে
দূরের অঙ্গকে ভালোবেসে।।

 

 

ওলটপালট ঢেউ



আমার হাতের থেকে শাবল খসে যায়
তুমুল বৃষ্টিতে তিল তিল করে গড়ে তোলা দূর্গ ধুয়ে যেতে চায়
ওই বিশাল পাথুরে অবরোধ আড়াল করে রাখে কতরাত
হার্মাদের মতো ক্ষেপা নদী লুকিয়েছে কতো দস্তানা পড়া হাত
অনর্গলহীন সজলে জাহাজ চলে ভাসিয়ে নেয় আমায়
কোথাও বন্দর আছে কি?
অবরণহীন ভাসতে ভাসতে যা আমাকে থামায়
সমুদ্রের নাভি থেকে উঠে আসছে শব্দ
উঠে আসছে কত কত গান
তার জোয়ারে জোয়ারে ধুয়ে যাচ্ছে আমার গার্হস্থ্য সন্ন্যাস
আমার নীরবতাই আমার কথা
দেরি হয়ে যাচ্ছে আমাকে করে নিতে হবে স্নান।।
 
===০০০=== 

No comments:

Post a Comment