Featured Post
কবিতা ।। শ্রী আলো ।। মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
শ্রী আলো
মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়
মন চলে যায় দূরে।
স্বপ্নগুলো পাথর হয়। কত শব্দ গুছিয়ে রাখি।
শব্দ না গেলেও আলো আটকাবে কে? শ্রী আলোয় কত রং মশাল জমা হয়। আলো নিভে গেলে বেশি বেশি অক্ষর মেঘমালায় ছড়িয়ে পড়ে । এক হাতে জিঙল বেল অন্য হাতে ক্ষত। আনন্দ ভেসে যায় তার তান্ডবে। সকাল সেজে ওঠে সমাজ সেবায়।
ভৈরবের সুর গুলো ছড়িয়ে পড়ছে বুকের ভিতর । তাকে আগলিয়ে রাখি প্রার্থনায়। সমস্ত বিশ্ব যেন কান পেতে থাকে। এছাড়া আমার কাছে তো কোনো অস্ত্র নেই। ভালো থাকার সুর বাঁধে পাখোয়াজ। আমি ক্ষয়ে ক্ষয়ে শেষ অবধি অপেক্ষায় থাকবো। একই আকাশে তাকিয়ে থাকি ছোঁয়ার জন্যে মেলে দিই ডানা । দেখা হয় দেবীপক্ষের ভীমপলশ্রী । নীলকন্ঠ পাখি নক্ষত্রের কাছে বার্তা পাঠায়। নক্ষত্র সুস্থ রাখে ।অসহায় মাটি বাঁধা পরে থাকে ধ্রুবতারায়।
শীতে আমি বলেছি , উত্তাপ বাড়িয়ে তোলো , আর আজ গরমে বলি তাপ কমাও শীতল কোরো।সুর বেজে চলুক। ভালোবাসার সুরে সুরে সবুজ গাছের পাতা নেচে ওঠে। পাখি গলা মেলায় , জোৎস্নায় ভরে যাক উঠোন। জোয়ারে আছড়ে পড়ুক বেহাগ, আশাবরী, দরবারী কানারা। বাতাস পৌঁছে দিক ভালোবাসার চুম্বন।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন