Featured Post

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

ছবি
  নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে  গ্রন্থ-প্রকাশ বিষয়ক বিজ্ঞপ্তি ১। সম্পূর্ণ পত্রিকার খরচে এক ফর্মার ১০টি পুস্তিকা : এই প্রকল্পে লেখক-কবিদের থেকে কোনো খরচ নেওয়া হবে না।        পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে বইগুলি প্রকাশিত হবে। লেখক/কবিকে সশ্রদ্ধায় সৌজন্য সংখ্যা দেওয়া হবে।       যাঁদের আগে কোন বই হয়নি , তাঁরা অগ্রাধিকার পাবেন। নতুনদের উপযুক্ত লেখা না পেলে বাকিদের লেখা নিয়ে লক্ষ্যমাত্রা পূরিত হবে।       লেখা সকলেই পাঠাতে পারেন। মেলবডিতে টাইপ করে বা word ফাইলে ।   ই-মেল : nabapravat30@gmail.com  (এবং হোয়াটসঅ্যাপেও)। বইয়ের শিরোনামসহ ১৫টি কবিতা বা ১৫টি অণুগল্প পাঠাতে হবে , শব্দ সংখ্যা বা লাইন সংখ্যার বাঁধন নেই । মনোনীত হলে মানানসই বইয়ের ফরম্যাটে যে কটি যাবে রাখা হবে ।       সঙ্গে লেখক পরিচিতি , ঠিকানা , যোগাযোগের ( কল ও হোয়াটসঅ্যাপ )   নম্বর ও এক কপি ছবি দেবেন। লেখক পরিচিতিতে অবশ্যই জানাবেন, এটি আপনার প্রথম প্রকাশিত বই হবে অথবা পূর্ব প্রকাশিত গ্রন্থতালিকা। অনলাইন বা মুদ্রিত পত্রিকা বা সমাজ - মাধ্যমে প্রকাশিত লেখাও পাঠানো যাবে । তবে কোনও গ্রন্থভুক্ত লেখা

শব্দপ্রভা-২ : ঐন্দ্রিলা মিত্র এবং শব্দপ্রভা-১এর সমাধান


  •  আপনারা প্রকাশিত ছকটির সমাধান পাঠান e-mail বা whatsapp-এ। 
  • সঠিক উত্তরদাতাদের নাম, ঠিকানা ও ছবি আগামী সংখ্যায় প্রকাশিত হবে। এবং প্রত্যেককে নবপ্রভাতের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হবে।
  • লটারির মাধ্যমে একজন সঠিক উত্তরদাতাকে পুরস্কৃত করা হবে।  
  • পুরস্কার প্রদান করবেন ছকনির্মাতা স্বয়ং।
  • ই-মেল: nabapravatblog@gmail.com
  • whatsapp: 9433393556
  • সমাধান পাঠানোর শেষ দিন: 10/01/2020


  সূত্র:

    পাশাপাশি:

১)বিষ্ণুর অন্যতম অবতার।   ৪) তূলাদিপূর্ণ আস্তরণ।   ৬) লজ্জা।   ৭) গ্রীষ্মকালীন ফল বিশেষ।
৮) কদম্ব বৃক্ষ।   ১১) শব্দ।   ১৩) ব্রাহ্মণ।   ১৫) সর্বদা।   ১৭) ঈশ্বর।   ১৯) কণ্ঠ ভূষণ।
২১) নমন/নিচু হওয়া।   ২২) কৃষ্ণের মাতুল।

    উপর- নিচ:

১) প্রবাল।   ২) রাত।   ৩) কৌতুক পূর্ণ।   ৪) গাভী।   ৫) উদারমনা।   ৯) নামের সঙ্গে থাকে/উপাধি।
 ১০) চড়ুইভাতি।   ১২) বয়ঃক্রম।  ১৪) যিনি প্রকাশ করেন।   ১৬) রণবাদ্য বিশেষ।
১৮) পরিণাম।   ২০) বৌদ্ধ পুরোহিত।

===================================================================

শব্দ-প্রভা-১ এর সমাধান ও সমাধানকারীগণ

সঠিক সমাধান পাঠিয়েছেন --

 

দীপন বন্দ্যোপাধ্যায়

 ৮৯,পূর্বায়ণ ক‍্যানাল সাউথ রোড 

চিংড়িঘাটা 

কলকাতা - ৭০০১০৫

 


 

সুচন্দ্রা পাল
বরানগর
কোলকাতা




Kartic Chandra Pal,
 Rajganj, Bhubaneswar Road,
 P.O.- Nutanganj, 
Dist- Purba Bardhaman, 
Pin-713102.



মৃণাল কান্তি ভট্টাচার্য্য
গ্ৰাম - বেড়ুগ্ৰাম, পোঃ - সাদিপুর বেড়ুগ্ৰাম, 
থানা - কেতুগ্ৰাম, 
জেলা - পূর্ব বর্ধমান, পিন - ৭১৩১২৯. 




ডাঃ অরুণ চট্টোপাধ্যায়
১৮১/ ৪৪ জি-টি-রোড
গাঁতির বাগান, বৈদ্যবাটী, হুগলী
পিনঃ ৭১২২২২




ঐন্দ্রিলা মিত্র
২৮, বিধান সরণি
কোলকাতা ৭০০০০৬






রবীন বসু
কসবা, 
কলকাতা-৪২






Sanchita Chakrabarty
272/6 Dakshin para
Kolkata -- 700093





কান্তিলাল দাস
কিস্মৎ অপূর্বপুর
বেলতলা লেন
( সাধুখাঁ মাঠ )
ডাক : সিঙ্গুর
জেলা : হুগলি
ডাক সূচক : ৭১২ ৪০৯



অমৃত নাগ 
সহ-শিক্ষক
কোলাঘাট
পূর্ব মেদনিপুর











নির্মলেন্দু কুণ্ডু
২৪/১৫/১ জয়চাঁদ রোড
পোঃ- খাগড়া
থানা- বহরমপুর
জেলা- মুর্শিদাবাদ
পিন- ৭৪২১০৩
ফোন- ৮০১৬০৮৩০১৩
মেল- kundunirmalendu@gmail.com





মাত্র একটি করে শব্দ ভুল হয়েছে যাঁদের--






সুমন নস্কর 
গ্রাম + পোষ্ট - বনসুন্দরিয়া
জেলা -দক্ষিণ ২৪ পরগনা
পিন - ৭৪৩৩৭২



উৎসব আঢ্য  
বালি,
বালিদেওয়ানগঞ্জ
হুগলী










=================

লটারির মাধ্যমে এবারের সৌভাগ্যবান পুরস্কার বিজেতা হলেন--

দীপন বন্দ্যোপাধ্যায়

 ৮৯, পূর্বায়ণ ক‍্যানাল সাউথ রোড 

চিংড়িঘাটা 

কলকাতা - ৭০০১০৫


নবপ্রভাত সাহিত্য পরিবারের  পক্ষ থেকে তাঁকে এবং সমস্ত সঠিক উত্তরদাতা ও অংশগ্রহণকারীকে অভিনন্দন। 

=====================================================================

বিঃ দ্রঃ 

আপনিও ৮-৮ ছক তৈরি করে (বা যে-কোন দৈনিক পত্রিকা থেকে নমুনা নিয়ে সুত্র ও সমাধানসহ আমাদের পাঠাতে পারেন। আপনার নাম, ঠিকানা, ছবিসহ আগামী সংখ্যায় প্রকাশিত হবে।

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। 'স্বাধীনতা, স্বদেশ ও স্বকাল' বিষয়ক সংখ্যা ।। ভাদ্র ১৪৩১ আগস্ট ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

নবপ্রভাত পত্রিকার ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে গ্রন্থ-প্রকাশ : ১। সম্পূর্ণ পত্রিকার খরচে ও ২। পত্রিকার অনুদানে

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান