ছড়া : শক্তিপদ পণ্ডিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

ছড়া : শক্তিপদ পণ্ডিত



শীত এলে


শীতকালটা এলে সবাই হয়ে যাচ্ছে কাবু
জ্বর সর্দি কাশিতে ভোগে মিলি নন্দ হাবু
কে যেতে চায় ইস্কুলেতে শীতের সকাল বেলা
বরং ভাল লেপের ভেতর বইটি পড়ে ফেলা
গরম জামা মোজা টুপি যতই পরি না কেন
স্নানের সময় কান্নাকাটি জলটা বরফ যেন
গেঁটে বাতের ব্যথায় দিদা আহ্হা উহ্হু করে
বয়স হলে হাড় কাঁপিয়ে শীতটা জেঁকে ধরে
চাদরখানা জড়িয়ে গায়ে ঠকঠক কাঁপে দাদু
হাড়ের ভেতর ঠান্ডা ঢুকে মুখটা কাঁদু কাঁদু
কাসছে দাদু খকর খকর সর্দি জমে বুকে
অ্যাজমা রোগীর শীতটা কাটে হাঁপানিতে ধুঁকে
অফিস যেতে চায় না বাবা সকাল বেলা উঠে
যেই খেয়েছে মায়ের ধমক ওমনি আফিস ছোটে
আলসেমিতে লেপটি চাপা মাথা থেকে পায়
দ-এর মত শুয়ে বাবা বেড-টি খেতে চায়
একমাত্র দেখি মাকে কোন তাপ-অনুতাপ নেই
দিব্যি ভোরে উঠে কাজকর্ম করছে অনায়াসেই
ছেলে মেয়ে স্বামী শ্বশুর পায় টাইমে গরম ভাত
শীতকে উপেক্ষা করে খাটছে ভোর থেকে রাত 
___________
শক্তিপদ পণ্ডিত                                                 
৭৬/১এ/ব্রাহ্ম সমাজ রোড
বেহালা, কলকাতা -  ৭০০ ০৩৪                              
Phone: 9330921313
Whats App: 6289034908