কবিতা : উৎস ভট্টাচার্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

কবিতা : উৎস ভট্টাচার্য







    

 

 

 

 

     হিমেল পরশ



     হেমন্তিকার বিদায়বেলায় শৈত্য এলো তবে;
     চুপিচুপি কখন এলো—নিঃসাড়ে নীরবে?
     বাতাসে আজ হিমেল পরশ ওতপ্রোত মিশে;
     হাড় কাঁপানো ঠান্ডায় তাই, পাই না খুঁজে দিশে!
     শীতের আমেজ বড়ই মিঠে মিষ্টি রোদের তাপে,
     তবুও ওরা কাপড় বিনে ঠান্ডায় কেন কাঁপে?
     হাল ফ্যাশানের শতেক পোশাক শীতের বাজার জুড়ে—
     রঙবেরঙের কথকতা হিমেল চাদর মুড়ে!
     শীতের আমেজ মধুর বড়—হরেক রকম খাবার!
     আবার কারোর চেষ্টা কেবল একটু পেট ভরাবার!
     হিমেল পরশ লাগলো প্রাণে—রোমাঞ্চ না কাঁপন?
     নির্ভর করে উত্তর, তার কেমনে দিন যাপন!


====================================

নাম — উৎস ভট্টাচার্য   ঠিকানা — ১৬/৫৮৭ ৩নং ফিঙ্গাপাড়া(অরুণাচল),জেলা— উত্তর চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, পিন নং— ৭৪৩১২৯;
চলভাষ নম্বর/Whatzapp নম্বর—৯৫৯১০১৩৭৩৮;
ইমেইল— utsobhattacharyya@gmail.com