কবিতা ।। দুলাল সুর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

কবিতা ।। দুলাল সুর


   










 শীতের মরশুম


কুয়াশার চাঁদর সর্বাঙ্গে জড়িয়ে
কোমল ঘাসে শিশিরে করে চুম্বন
বৃক্ষ শাখা ঝরায় শুকনো পাতা
শীতল বাতাস জানিয়েছে আমন্ত্রণ।

রুক্ষ শুষ্ক গাছের মগডালে
শীতল হাওয়ায় পাখিকুল শিহরিত
জমাটি ঠাণ্ডায় হিম হয়ে
 ছানারা বাসা মাঝে থরহরি কম্পিত। 

শীতের মরশুমে বিবিধ সবজির সমাহার
জমিয়ে খাওয়া দাওয়া পিঠে, পুলি, পায়েস
খেজুরের মিঠে রস, নলেন গুরের রসগোল্লা
রোদে শরীর ছেঁকে খাও পাটালী আর সন্দেশ।

সহায় সম্বলহীন দুস্থ, গরীব, পথবাসী
প্রবল শীতে ভাঙাচোরা গৃহে, থাকে ভারি কষ্টে
পরিবার পরিজন মাঝে জুবুথুবু বিনিদ্র রাত্রিযাপন
শরীরের উষ্ণতা মেটায় শতচ্ছিন্ন ছেড়া কম্বল চাঁদরে।  

*********************************
-       দুলাল সুর –
শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম,
উত্তর ২৪ পরগনা,                   
কোলকাতা – ৭০০১২৯,
পশ্চিমবঙ্গ, ভারত,
email – surdulal0301@gmail.com        
Mobile + Whatsapp - 8777624513