কবিতা : সঞ্জীব সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

কবিতা : সঞ্জীব সেন






















শীতকাল আর সুপর্ণাদি:


কাল রাতে বেশ ঠান্ডা ছিল
অনেকদিন পর
কম্বলটা টেনে নিয়েছিলাম মুখ অবধি
দেখলাম সুপর্ণাদি এলেন অনেক ভোরে
কাশ্মীরি শাল মোটা ফ্রেমের চশমা
বললেন জানো, জয়দা  শঙ্খদা কেমন আছেন!

আমি জানালাম এদিককার খবর
ভাস্কর দা চলে গেলেন
কেউ আর শীতকাল নিয়ে সেভাবে লেখেন না
সুপর্ণা দি ভাস্করদা  শুধু আপনারই
বলতে দেখলাম দিদির চোখে জল,

কথা ঘোরাতে বললাম  জানেন, মুক্তরাম সুইটস এর দোকানে
  নলেনগুড়ের সন্দেশেও সেই স্বাদ আর নেই
এই গ্রামে আর একটাও শিউলি নেই
যারা আছেন তারা বয়স্ক আর ছেলেরা
সেক্টর ফাইভে চাকরি করে
ওরা এসব কাজ করবে  না কখনও,
আমি অনেকক্ষণ ধরে বকে চলেছি
আপনিও  কিছু বলুন
এত ভোরে এলেন
একটু চা বানাই কিম্বা কফি ।

=================

সঞ্জীব সেন
পানিহাটী গৌরাঙ্গ ঘাট রোড
পোস্ট পানিহাটী
কলকাতা114
7980188285