ছড়া : প্রতুল রীত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

ছড়া : প্রতুল রীত


 শীতকাহন









শরৎ প্রাতের শেষের বেলায়,
খুশির আমেজ ভরা,
মনমাতানো নিখিলছোঁয়া,
স্নিগ্ধ শীতল হাওয়া।


বাড় বেড়েছে শাক পালং এর,
ফুলের বাগান লাল,
সাদা বকের ডানায় চেপে,
এলো যে শীতকাল।

সোনালি ধানের শিষের ওপর,
টুকরো শিশির কণা,
জানিয়ে দেয়, শীত এসেছে
হোক আগমনা।

মাঘ মাসে বিদায় বেলায়
আসেন বীণাপাণী,
আঁধার কেশে, শুভ্র বেশে
দেবী অর্ন্তযামী।

খেঁজুররসের গন্ধে ম-ম,
মাঠে ক্রিকেটখেলা,
দেখতে দেখতে যায় ফুরিয়ে
শীতের ছোট্ট বেলা।

এসব নিয়েই কেটে যায়,
শীতের দিন-রাত।
আসে গ্রীষ্‌ম, বর্ষা শরৎ
ক্ষীণ শীতল প্রাত।

============
প্রতুল রীত
ঠিকানা--ধাড়সা শেঠ পাড়া, পো অ- জি আই পি কলোনী, জেলা- হাওড়া-৭১১১১২
চলভাষ নং-৮৫৮২৯৭২৭০৫