Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা -- সোমনাথ বেনিয়া

 

হিমপর্ব

দূরত্ব বাড়লে শীত করে! হৃদয়ের উষ্ণতা ডানা মেলে একছুটে পেরিয়ে যায় বোঝা, না-বোঝার পঙ্‌ক্তিমালা, অগোছালো অক্ষরসংবাদ আশ্রয় হয়ে ওঠে পতঙ্গের, এক সংসার সমীপেষুতে থেকে অপর সংসার পুনশ্চে অক্ষয়বৃক্ষ। যে নাম মিলিত হ‌ওয়ার প্রবণতায় মাদকের বিভোর নিয়ে বুকের উপর রাখতে চেয়েছিল সান্ধ‍্যকালীন হিমপর্ব, সন্ধ‍্যামালতীর রঙে দিশেহারা, কৌতূহলী গলির ভাঙা বাল্‌বের শোকে প্রান্তিক নিঝুম। উত্তর পাওয়া কঠিন বলে কাট অব মার্ক যতটা কমে, তার কাছে সমস্ত বিবৃতি শীতকাতুরে জৈবিক পর্যায়সারণি। কোন ঘর থেকে কোন ঘরে গেলে বালিশের ভিতর থেকে বেরোবে মৃত স্বপ্নেরা। শব মাত্র‌ই শীতল অনুভব! তাই হয়ত নিষ্প্রাণ শিশিরের স্পর্শে শিহরিত হয়ে থাকে ঘাষের শীর্ষ, যেখানে পায়ের স্পন্দনের ধূসর অব‍্যক্ত লেগে থাকে। সহজ ভাবে শিরশির, আকাশের গা থেকে মেঘের ক্রিম তুলে আনে সংগম তৃপ্ত চোখ। কল্পনায় হাঁটাপথ বাড়ির উঠোন! হিমেল সোঁদা গন্ধে নাকের পাটাতনে গজিয়ে ওঠে প্রাচীন উষ্ণ চুম্বন, মনে পড়ে পেজ মার্কের উপর লিখে রাখা ভুল ঠিকানার অংশবিশেষ। তাই তো রহস‍্য সার্বজনীন হয়, রোমকূপে নেমে আসে পাতকুয়োর স‍্যাঁৎসেঁতে নৈঃশব্দ‍্য। এখন কাছে আসলে শীত করে! তখন হাতের তালুর সমস্ত রেখা শীতলরেখা। চামড়া কুঁচকে গেলে অহংকারে ধমনী স্ফীত হয়! বোঝে কি সে প্রিয়ার স্পর্শে ম্রিয়মাণের সংজ্ঞা? অভিধান থেকে নেমে আসে হাতছানির সম্পর্ক, হাসি হয়ে ফোটে ঠোঁটের নরমে। এরপর একটাই ঋতু বছরের শেষে লেপের ভিতরে শতচেষ্টায় উঁকির চন্দ্রবিন্দু হয়ে ওঠে ...

 ==================
সোমনাথ বেনিয়া,
 ১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯
ফোন - 8697668875.

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত