কবিতা // অনিন্দ্য পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

কবিতা // অনিন্দ্য পাল






 

 

  


তুরুল ফুল

=========

তুরুল ফুল, 
শীত কেমন লাগে তোমার? 

এই যে হলুদ হয়ে আছ বাবলার ডালপালায়, 
এই যে আদিবাসী মেয়েটির অযত্ন খোঁপার মত 
জড়িয়ে ধরেছ একরত্তি কুলের মাথা ঘাড় বুক,
এই যে রোদের তুষারকণা মেখে শুয়ে থাকা 
বাদামি বিদেশিনীর মত শুয়ে আছ শীতের অলসবেলায়, 
এ সব হলদেটে ভালোবাসা সাজিয়েছ কার জন্য?

শীতের হিম আদর কি ভালো লাগে, তুরুল ফুল?
এই যে, শুকিয়ে যাচ্ছে ত্বক, কষ্ট সেঁধিয়ে যাচ্ছে 
ফুটিফাটা মাটির ফাটলে, রোদের আড়ালে 
এসব কি বাঁচতে দেয় আসছে বসন্তের স্বপ্নকে? 
অস্থানিক কোকিল কি গায়ে মেখে নেয় তোমার হলুদ 
এই শীতমাসে, শান্তির অবকাশে ...

তুরুল ফুল, 
শিশির ফোঁটার আদর মেখে বসে আছ 
একবার কুয়াশার ঘোমটা সরিয়ে দেখ, আমিও 
এসেছি হলুদের টানে, 
                             তোমার জানালার পাশে।
===============================

 
 



অনিন্দ্য পাল
প্রযত্নে- বিশ্বনাথ পাল 
গ্রাম - জাফরপুর 
পোঃ- চম্পাহাটি 
পিন - ৭৪৩৩৩০
থানা- সোনারপুর 
দঃ চব্বিশ পরগনা 
মোঃ -9163812351