ছড়া : সুমন নস্কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

ছড়া : সুমন নস্কর



---------- Forwarded message ---------
From: Suman Naskar <sn1141179@gmail.com>
Date: Thu, Nov 28, 2019 at 7:54 PM
Subject: ছড়া : সুমন নস্কর
To: <nabapravatblog@gmail.com>


শীতের সেই সব দিন

পৌষে শীতে সকাল বেলা থাকলে শুয়ে লেপে,
মা যদি ভাই উঠতে বলে বড্ড যেতাম খেপে।
চাইতো না মন উঠে পড়ি লেপের গরম ছেড়ে,
দেরি হলে বকা দিতে আসত যে মা তেড়ে।

বকা দিতে আসলে তেড়ে ধড়ফড়িয়ে উঠি,
পড়তে এবার বসতে হবে মুখ ধুতে তাই ছুটি।
মুখ ধুতে তাও কষ্ট লাগে ঠাণ্ডা পুকুর জলে,
তাইতো ছুটে যেতাম পাড়ার নলকূপের ওই কলে।

বুড়ো বুড়ি চাদর গায়ে আগুন জ্বেলে বসে,
শরীর গরম করত তারা দুই হাতে হাত ঘসে।
ইচ্ছে হত একটু দাঁড়াই তাদের পাশে গিয়ে,
হাত পা গুলো চাঙ্গা করি একটু গরম নিয়ে।

কিন্তু বুকে ভয় ছিল বেশ একটু দেরি হলে,
বকা খাওয়ায় ভয়েতে তাই পড়তে যেতাম চলে।
শীতের সকাল পড়তে বসায় মন ছিল না ছাই,
স্মৃতির পটে ছেলেবেলার সে দিন খুঁজে পাই।

===============================
সুমন নস্কর ।। বনসুন্দরিয়া ।। দঃ ২৪ পরগনা ।।
                মোবাইল - 9733569142