হিমেল হাওয়ায় তুমি
ঠান্ডা একটু না পড়লে কি হয় ?
এই অনুভূতিটাই তো দামী।
ভাবো একবার প্যাচপেচে গরম
বাপরে হতশ্রী দশা-যা ঘামি।
ঠান্ডা আনে হিমেল হাওয়া
লাল শালে দেখি তুমি,
মনের হরষে ঠান্ডা পরশে
তোমার পরিচয় জানে অন্তর্যামী।
শহর মেতেছে রঙিন মেলায়
বইমেলা-ফুল পৌষের ডাক,
অনুভূতিটাই বাঁচিয়ে রাখে
যতই পেঁয়াজ ছ্যাঁকা দিয়ে যাক।
কমলালেবুতে শহর ছেয়েছে
জ্যাকেট-মাফলার,রঙিন টুপি
কিছু চাই না ও সব বেকার
তোমাতেই জীবন-মরণ-ঝুঁকি।
===========
বিবেকানন্দ কলেজ মোড়
পোস্ট:
শ্রীপল্লী
বর্ধমান পূর্ব
9133100925