কবিতা : সুবীর হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

কবিতা : সুবীর হালদার


   হিমেল স্মৃতি

---------------------------------

শিশির ধোওয়া মেঠোপথ
কুয়াশা চাদর মোড়া বটগাছটি
শীতকাতুরে পাখির আস্তানা
কচুপাতা বেয়ে টুপটাপ শিশির ধোয়া দূর্বা চরণ 
দূরে খেজুর গাছে রসময় হাড়ি
সেথা মৌমাছির আনাগোনা
প্রত্যুষে পৌষ পার্বণের দুয়ার আলপনা শঙ্খধ্বনি
একদল নবীন প্রবীণ শরীরতাপে ব্যাস্ত 
জমির আল ধরে মিষ্টি সুর হাঁকিয়ে চলেছে শিউলিরা
সূর্য কিরণে খেলায় মত্ত রংবেরঙের ফুল
সন্ধ্যে নলেন গুড়ের পায়েস পিঠের ধুম
বনভোজন আড়ম্বরে বাঁধনহারা কচি মুখ
রান্নাবাটি পুতুলবিয়ে লুকোচুরি খেলা মত্ত শৈশব শীত দুপুর
নীশিথে মাতৃকোলে স্মৃতিচারণ শীত ঘুম 
আমার জীবন পতার শ্রেষ্ঠ অধ্যায়। 

================

নাম- সুবীর হালদার
 কৃষ্ণনগর নদীয়া
পিন- 741101
ফোন- 8972942226