কবিতা : তাপস বাগ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

কবিতা : তাপস বাগ



শীত দিয়েছে 

  

শীত দিয়েছে উজার করে --
শীতল বাতাস 
হিমের কুচি 
হলুদ পাতা 
উঠোন জুড়ে নরম রোদের খেলা। 

শীত দিয়েছে উজার করে --
পায়েস - পিঠে
নলেন মোয়া 
পালং - কপি 
রংবাহারি  হরেক ফুলের মেলা। 

শীত দিয়েছে উজার করে -- 
শাল - সোয়েটার 
কমলালেবু 
মিষ্টি বিকেল 
গাছের ডালে পাখ - পাখালির গান। 

শীত দিয়েছে উজার করে -- 
লেপের আমেজ 
চিড়িয়াখানা 
চড়ুইভাতি 
আকাশ নীলে রঙিন খুশির তান। 
******************************