Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

পত্রিকার আলোচনা -- বঙ্কিম কুমার বর্মন



পত্রিকাটির বিশেষ নিজস্বতা লক্ষ্যণীয়


মালদার নাম উঠে আসলেই মনের মধ্যে জেগে ওঠে প্রথমেই আমের কথা এবং গৌড়বঙ্গের ইতিহাস । এই ঐতিহাসিক স্থান থেকেই ধারাবাহিক ভাবেই প্রকাশিত হচ্ছে তরুণ সাহিত্যিকদের হাত ধরে স্বপ্ন সন্ধানী সাহিত্য পত্রিকা। এবার স্বপ্ন সন্ধানী পত্রিকাটি তৃতীয় বর্ষে পদার্পণ করলো । এই তৃতীয় বর্ষ সংখ্যায় কলম ধরেছেন প্রবীণদের পাশাপাশি নবীন সাহিত্যিকরা । পত্রিকাটির বিশেষ নিজস্বতা লক্ষ্য করা যায়। 'সুরের খোঁজে' নামকরণে রাখা হয়েছে সূচিপত্রটির । মেঘ ফড়িঙের গীত বিভাগীয় কবিতায় কলম ধরেছেন উত্তরবঙ্গের তথা বাংলার বিশিষ্ট লেখিকা তৃপ্তি সান্ত্রা সহ ২৬ জন এবং গুচ্ছকবিতায় কলম ধরেছেন সৌরভ সরকার, বিটু দাস, ফিরোজ আখতার । প্রত‍্যেকটি কবিতায় খুঁজে পাওয়া কবিদের সরল জীবনের নিঁখুত শৈলী যা পাঠকের সহজেই মন ছুঁয়ে যায় । রোদ আয়নায় বাঁচা বিভাগে "আসাম সিরিজঃ বাঙালি সত্তার গভীরে দুরপনেয় ছায়া" রচিত প্রবন্ধে অধ্যাপক বিকাশ রায় তুলে ধরেছেন কবি জীবনকুমার সরকারের লেখা "আসাম সিরিজ" কাব্যগ্রন্থের  মূল্যায়ন ও তার অবলম্বনে সমসাময়িক আসাম তথা ভারতবর্ষের বাঙালি ও বাংলা ভাষার প্রেক্ষাপট , সুনিপুণ ভাবে যা আমাদের সহজেই মনে প্রশ্ন জাগে বাংলা ভাষা তথা বাঙালির অবস্থান । জাহাঙ্গীর আলম " বড়ু চণ্ডীদাসের 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্যের রাধা চরিত্রের পুনর্মূল্যায়ন" প্রবন্ধে বাংলা সাহিত্যের মধ‍্যযুগে রচিত শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের যে রাধা তথা নারীকুলের বিশেষ শিরোমণি তাঁরই বিভিন্ন খণ্ডের সমালোচনা । গল্পে কলম ধরেছেন প্রখ‍্যাত সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ 'চোর' নামক গল্প এছাড়াও সোনালী গুপ্ত (প্রেমপত্র), রত্না চক্রবর্তী (চা), চিরঞ্জিত সাহা (চোর), বিশ্বজিৎ বালা (রক্ত প্রবাল), সঞ্জীব সেন (গহীনে নিজের সঙ্গে দেখা), কার্তিক সরকার (আলিঙ্গন) এই বিভাগকে  বালুকা শৈত্য শিরোনামে অলংকৃত করা হয়েছে । স্পন্দনীয় ঝঙ্কার বিভাগে নাটক লিখেছেন সাহিত্যিক মলয় রায়চৌধুরী "যে জীবন ফড়িঙের দোয়েলের" । এই নাটকে খুঁজে পাই সমসাময়িক নানান খুঁটিনাটি বিষয় যা নিয়ে আমরা প্রায়শই জিজ্ঞাসিত , এতে লেখকের বলিষ্ঠ শক্তিরই পরিচয় পাওয়া যায় । পত্রিকাটির সুসম্পাদনা করেছেন তরুণ কবি বিটু দাস এবং সহ-সম্পাদক হিসেবে ননী গোপাল সরকার ও কার্তিক সরকার । এছাড়াও অনেকেই সাহিত্যকে ভালোবেসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন । পত্রিকাটির অনেকাংশেই নির্ভুলভাবে মুদ্রিত ও ঝকঝকে ডিজিটাল কভার । প্রচ্ছদ এঁকেছেন সুভদ্রা রজক । গৌড়বঙ্গের ঐতিহাসিক মাটির ছোঁয়ার স্বপ্ন সন্ধানী সাহিত্য পত্রিকাটি দুর্বার গতিতে এগিয়ে চলুক এই আশা রাখি ।

________________________________________

ঠিকানা:-
বঙ্কিম কুমার বর্মন,
গ্রাম -বিদিশৈল, পোঃ- কৃষ্ণবাটী, 
উত্তর দিনাজপুর - ৭৩৩১২৯ , পঃবঃ ।
মোবাইল নং - 8116540444



জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত