কবিতা : শুভঙ্কর দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

কবিতা : শুভঙ্কর দাস



              

 

 

শীতের সন্ধ্যা 


একটি শীতের গোধূলি বেলায় একাকী আমি ইছামতী নদীর তীরে,
সূর্যাস্ত পূর্ব থেকে পশ্চিমের কোলে ক্রমশ ঢোলে পড়ছে,
প্রগাঢ় রক্তাত্ব-র মতন লাল শেষ সূর্যাস্তের আভায় নদীর জল ডাইমন্ড-এর জ্বলজ্বল করছে।
শরৎের জমাট বাঁধা পেঁজা তুলোর মেঘের মতন শুভ্র কুয়াশার ছটা 
          শীতের মনোরম সন্ধ্যায় ইছামতীর কূলে স্পট পড়ছে, 
দিনের দীর্ঘ ক্লান্তি শেষে আশ্রয়ের খোঁজে  সন্ধ্যায় পশুপাখিরা নীড়ে ফিরছে।
          হাঁড়ি ভর্তি টাটকা খেজুর গুড় নিয়ে শিউলিরা শালে ফিরছেন 
          টাটকা খেজুরের গুড়ে মাসি অনবিরত জ্বাল দিয়ে-ই  চলেছেন।
          দেখতে দেখতে সামনেই পৌষসংক্তান্তি আসার পালা 
সেই সন্ধ্যায় গরম গরম পিঠেপুলির সঙ্গে খেজুর গুড়ের স্বাদটা 
          বাঙালি কী ছেড়ে থাকতে পারেন  !
তাইতো সব কিছু ভুলে  শীত মানে-ই  এই দিনটার অপেক্ষায় 
গরম গরম পিঠেপুলির সঙ্গে কনকনে ঠান্ডায় শীতের মুড়ি জমিয়ে আড্ডার অপেক্ষা।
========================
Name : Subhankar Das
Address : vill + p.o - Bainan, p.s - Bagnan, Dist - Howrah, pin code - 711303