কবিতা : মৃত্যুঞ্জয় হালদার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

কবিতা : মৃত্যুঞ্জয় হালদার



শীতগাথা



দিন ফুরিয়ে তাড়াতাড়ি
সন্ধ্যা নামে যেই
হিমেল হাওয়ায় গা-শির শির
শীতটা আসে সেই।

পাতাঝরা দেখি অপলকে
আমলকী বন কাঁপে
হিমেল হাওয়ায় ত্বকে টান
শোয়েটারে শীত মাপে।

খেঁজুর গাছে সারি সারি
রসে ভরা ভাঁড়
মেহনতে গুড়, মোয়া হবে
কদর কত তার।

সূর্য হাসে পূর্বাকাশে
শীতের শিশির জলে
অঘ্রাণে ঘরে নতুন ধানের
নবান্ন উৎসব চলে।

হাতে গোনা কয়েকটি দিন
শীত সুখে সব মত্ত
এদিক ওদিক বেরিয়ে পড়া
বনভোজনেই ব্যস্ত!

*******************************
কানন এপার্টমেন্ট
গড়িয়া স্টেশন রোড
গড়িয়া   কলকাতা-৮৪
মুঠোফোন-৭৫৯৫৯১২২০৬

তাং-২৯/১১/১৯