Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

মুক্তকথা : শেফালি সর

 


"হিমেল কথকতা"


         শীতের দেশ উত্তরে হিমালয়ের হিমবাহ থেকে হিম প্রবাহিত হয়। সেখানে শীতলতা সদা বিরাজমান। সেখানে পাখী গান গাহে না। ফুল ফুটে না গাছে। আঁধার জনহীন তুষারময়। সেখানে কুয়াশার ঘন জাল বিস্তৃত সর্বদা। হিমেল বায়ে পাতার বুকে কাঁপন ধরে। তাই সব পাতা ঝরে পড়ে ঘাসের উপরে। শীতের শীর্ন লতা থরথরিয়ে কাঁপে। শীতের কুয়াশার ঘন জাল সারা প্রকৃতি কে জড় করে দেয়। শীতের কাঙালীপনা বড় বিষন্ন করে। শুভ্র শীত বৈরাগী।সে নগ্ন করে শাখা প্রশাখা কে। কুঞ্জে কুঞ্জে চলে তার মৃত্যুর বিপ্লব। অরন্যের বুকে আঘাত হানে হিমেল হাওয়া।শীত বড় উদাসীন। ঘাসের আগায় শিশিরের উপস্থিতি। শীতের শব-শীতল কোলে প্রাণের নিঃসাড়তা, সব জুবুথুবু। শীত জর্জর সকালে একমাত্র কর্ম চঞ্চলতা এনে দেয় সূর্যের উপস্থিতি।
    হিমেল সকালে কৃষক দম্পতি বিছানার আরাম ছেড়ে কাজে হাত দেয়। স্বল্প বাস কোনো রকমে গায়ে ঢাকা দিয়ে হি হি করে কাঁপতে কাঁপতে গৃহস্থালি র কাজ সেরে মাঠের কাজে মন দেয়। অর্ধ নগ্ন বালক বালিকা কুটিরের আঙিনায় বসে রৌদ্রের প্রত্যাশায় উন্মুখ হয়ে থাকে। এতসব জীর্নতাকে উপেক্ষা করে মানুষ শীতকে আকাঙ্ক্ষা করে দেশী মরসুমী ফুলের বাহার অবলোকন করার জন্য। শীতে মনোলোভা সব্জী ক্ষেত, খেজুর রস, পাটালী, নবান্ন উৎসব, নানা ধরনের পার্বন,মেলা, সার্কাস, নানা ধরনের খেলা অনুষ্ঠিত হয় এই শীতেই। জড়তা গ্রস্ত শীতে এগুলিই জনজীবনকে কর্মচঞ্চল করে রাখে।
    জাতি ও বর্ণ ভেদে শীত হ'ল বৈশ্য। সে পাকা ধান কাটাই মাড়াইয়ের আয়োজনে চারটি প্রহর ব্যস্ত। যব,ছোলার প্রচুর আশ্বাসে ধরণীর ডালা পরিপূর্ণ। প্রাঙ্গণে প্রাঙ্গণে গোলা ভরে ওঠে।গোঠে গোঠে গরুর পাল রোমন্থন করে। ঘাটে ঘাটে নৌকা বোঝাই হয়। পথে পথে ফসলের ভারে মন্হর হয়ে ঠেলা গাড়ি চলে। ঘরে ঘরে নবান্ন এবং পিঠা পার্বনের উদ্যোগে ঢেঁকি লাল মুখরিত হয়।  গৃহলক্ষ্মীর আগমণে মুখর হয়ে গৃহের অঙ্গন।শীত বৈশ্য ঠিকই। সমাজের নীচের বড়ো ভিত্তি হ'ল ঐ বৈশ্য অর্থাৎ শীত।এই শীতেই তো ফসলের সাড়ম্বর আয়োজন।শরতে যাকে নবীন বেশে দেখা যায় , সে হেমন্তে হয় প্রবীণ। সবশেষে শীতেই তাহা ঘর ভরিয়া পরিনতি লাভ করে।       

স----------মা----------প্ত   

শেফালি সর, জনাদাড়ি, গোপীনাথপুর, পূর্ব মেদিনীপুর।

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল