ছড়া - বারিদ বরণ ভট্টাচার্য্য - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

ছড়া - বারিদ বরণ ভট্টাচার্য্য

 

" শীত কন্যা - শীতের রানি "



শীত কন্যা - শীতের রানি
নেইকো যে তার জুড়ি
একটু খানি সাবধানে থাক
বলল শীতের বুড়ি।

মন চেয়েছে যাবে তোদের 
মর্ত্যধামে কাল
দস্যি পানা মেয়ে আমার
যেন হিমের ঢাল !

বাতাস নিয়ে মাতবে খেলায়
করবে কানাকানি
তোমরা যেন রাগ কোরো না
সে যে শীতের রানি।

উত্তরের এই বাতাস নিয়ে
করবে কতোই খেলা
কিন্তু সে তার সঙ্গে নেবে
খাবার দাবার মেলা।

সব্জী গুলো ফলবে মাঠে
উঠবে নদী দুলে
দুই পাড়ে তার উঠবে ভরে
নানা রঙের ফুলে !

খেঁজুর গুড়ের মিঠে সুবাস
পিঠে পুলির সাথে
শীতকণ্যা খেলে বেড়ায়
পৌষ মাসের রাতে।

        -- ঃ         ঃ --

বারিদ বরণ ভট্টাচার্য্য,
নোয়াড়া, বহরকুলি, পূর্ব বর্ধমান,
পিন নং - 712146,
মোবাইল - 9474195266