দুটি কবিতা -- প্রিয়ব্রত দত্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, December 18, 2019

দুটি কবিতা -- প্রিয়ব্রত দত্ত



 

 

 

 

 





 দূরত্ব যখন

        
সুদূরে প্রসারিত পথ ধরে
কেউ কি ফিরে আসে?
শীতের পড়ন্ত বিকেলে
অতিথির আশায় বসে থাকা স্থির জলাশয়,
অপলক চেয়ে থাকা শিমূলের সারি
আর উড়ন্ত বকের পিছু নিয়ে
রাত্রি নেমে এলে
অজস্র শব্দেরা ভিড় করে, মিলিয়ে যায়,
কথার পৃষ্ঠে কথার তিক্ততায় আর
কিছু অবান্তর প্রশ্নের আবহে
দূরত্ব বাড়ে...
শালের বনে শুকনো পাতার পদধ্বনি  শোনা যায়
সারারাত ধরে তার পতনের মুহূর্ত কথায়
সামিল হওয়া দায়,
তবুও দূরত্ব যখন,
 স্বভাবতই কাছে টানে অমোঘ বাঁধন
ভোরের ঘাস পাতায় শিশিরবিন্দুর মতো
টলোমলো লেগে থাকে আজন্মকাল..



এই অঘ্রানে


ঝাউবন, উদাসী মন
শীতের রোদের দুপুর
সমর্পণ, দূরের স্বজন
বাজায় হৃদয় নূপুর।

আহ্বান, মিলনের গান
বর্ষার মেঘের মতো
আনচান, দৃষ্টি অফুরান
দিগন্তে প্রতীক্ষা অবিরত।

কাটাধান, হলুদ প্রান
হেমন্তের হিমে ভেজা
আলিঙ্গন, এই অঘ্রান
শুধু যেন তাকেই খোঁজা...

===============