Featured Post
গুচ্ছকবিতা ।। বিপুল চন্দ্র রায়
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
গুচ্ছকবিতা ।। বিপুল চন্দ্র রায়
শ্রদ্ধাঞ্জলী
বাংলা ভাষা পেতে,
কত না প্রাণ ঝরে,
রক্ত লেখা বাংলা ভাষা.
ইতিহাস তা বলে।
ভাষার জন্য বুক পেতে,
মৃত্যুকে যারা করেছিল বরণ।
তারাই বীর সৈনিক ভাষা শহীদ
বাঙ্গালী যেন রাখে স্মরণ।
একুশে ফেব্রুয়ারি এলেই
মনে পড়ে ভাষা শহীদের কথা।
পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বেদীতে
জানাই শতকোটি শ্রদ্ধা-ভক্তি প্রণাম।
বাংলা মোদের গর্ব
পাক বাহিনী করল গুলি,
ঝরল আমার ভাইয়ের প্রাণ।
রক্তে কেনা বাংলা ভাষা
বাংলা মোদের প্রাণ।
যাদের ত্যাগে ফুটল মুখে
বাংলা ভাষার বুলি।
তারাই মোদের গর্ব
শ্রদ্ধাঞ্জলী শহীদ বেদীতে স্মরি।
তুমি আমার
আমি বর হব,তুমি বঁধু সাজো,
বিয়ে হবে তোমার আমার,,
ঘর সংসার করব ,
তুমি আমি দু'জন দু'জনার।
বিয়ে হলে সম্পর্কে হবে,
বন্ধন হবে দুটি আত্মার।
মধুর প্রেমে মত্ত হব,,,
গাইবো গান তুমি আমার।
প্রেমের বিরহ
ভালোবাসা মরেনা
মরে শুধু প্রেমিক প্রেমিকা
বেশি হলে বিচ্ছেদ ঘটিয়ে নতুন সংসার পাতে
রয়ে যায় পুরনো স্মৃতি মনে দাগ কাটে।
বিশ্বাসঘাতক মিথ্যাবাদী ছলনাময়ীকে
ভালোবাসে আমি বদলেগেছি ,
তুমি ভালো না বাসলে ও
তোমায় রাখবো না বুকে
ভাবছো তাই না,সেটা ভুল;
তোমার হৃদয় সংশয় থাকলেও
আমার হৃদয়ে ভালোবাসা
ভরপুর জেনে রাখ তুমি।
সত্য কারের ভালোবাসা মরে না
হয়ত স্মৃতিতে হৃদয়
রক্ত ক্ষরণে কিছু সময় নিস্তত্ব,
তবে বেশি হলে ক্ষত-বিক্ষত
কিংবা আহত বা বিদীর্ণ হব।
আবার যখন দেখা হবে;
আমায় ভালোবাস নাকি
ভালোবাসি না সত্য বলে দিও ?
তবুও নিষ্পাপ মন নিয়ে খেল না!
================
বিপুল চন্দ্র রায়
রাজারহাট-কুড়িগ্রিাম।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন