কবিতা ।। নারী, তুমি অনন্যা, অসীমা ।। পূজা সিংহ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। নারী, তুমি অনন্যা, অসীমা ।। পূজা সিংহ রায়

নারী, তুমি অনন্যা, অসীমা

পূজা সিংহ রায়

 
শূচি অশূচির যত ভার 
তোমার মাথাতে পাহাড় সমান,
তাকে ঘিরেই যত লালসা
চোখে লোলুপ দৃষ্টির রাঙা মালসা।

প্রসব বেদনায় মুখে খিল এঁটে
সৃষ্টির রস তোমার মজ্জায়;
অথচ তোমার খ্যাতিকে গৌণ করে,
বিজয় তিলক পুরুষত্বের ধ্বজায়।

চাহিদা মেটাতে ঘৃণ্য নজরের বর্ষণ,
আজীবন চলতে থাকে নিষ্ঠুর শোষণ।
প্রয়োজন শেষে তুমি নাকি পতিতা,
এইতো সমাজের নিষ্ঠুর অবস্থা।

বিবাহ প্রসঙ্গে দোষ গুণের খুঁটিয়ে বিচার
যত গুণ তত লুফে নেওয়ার বিকার।
আর কত সইবে তুমি
এবার তো হও অগ্রগামী।

বেঁচে থাকার প্রথম খাদ্যের উৎস 
বৃহৎ অপরিচিতের সাথে 
পরিচয় সাধনের যোগসূত্র,
'মা' শব্দটায় তোমার তখন একমাত্র গোত্র।

যে হাতে আলো জ্বেলে দাঁড়িয়েছো
সেই আলো অন্য হাতে সঞ্চারিত,
নিশুতি আধারে আজ তুমি অপসারিত।

সমানে সমানে কাঁধে কাঁধ দিয়ে প্রতিভা,
অসীম গুণের ভান্ডার থেকে আগমন।
তুমি পাবে সবেতে অগ্রাধিকার,
কোথাও একটা মানতে নারাজ 
কুৎসিত সমাজের অহংকার।

তোমার তো আবার
'না' শব্দটাও বলা বারণ।
প্রত্যাখিত তুমি পদে পদে..
মুখ সরিয়ে অন্য পথে হাটলে
তুমি জ্বলে মরো অ্যাসিডের দ্বগ্ধে।

রঙ চেহারার মাপকাঠিতে ও তোমার বিচার,
প্রতিনিয়ত যুক্তিহীন পরীক্ষার প্রশ্নপত্র,
আর কত সপা হবে যত্রতত্র?

কালো মেঘ তাড়িত ঝড়ের জোয়ার
আঘাত হানে শত প্রহার,
সহ্য ও শক্তি গুণে তুমি যে কমলেকামিনী
তুমি অনন্যা, তুমি যে মহিয়সী রমনী।।

নাম- পূজা সিংহ রায়
বোলপুর, বীরভূম।

No comments:

Post a Comment