কবিতা ।। নারী প্রতিভা বাস্তবে ।। বিশ্বনাথ মাঝি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, March 17, 2023

কবিতা ।। নারী প্রতিভা বাস্তবে ।। বিশ্বনাথ মাঝি

নারী প্রতিভা বাস্তবে

বিশ্বনাথ মাঝি


শাস্ত্রের নারী বাস্তবে এসে 
ফেসবুকে মিশে ফুল ফোটায় 
রূপলাগিতে সৌন্দর্য চাষে
প্রকৃতিতে আজ ধুল ছোটায়।

রম্ভা উর্বশী অপ্সরা আর
যে যত ছিল পগার পার
দেহ বল্লভ তুলে ধরা ছাড়
জলের ভিতরে ডুব সাঁতার।

ইউ টিউবের ভিডিও গুলো
ছেলে বুলো মিলে গিলছে সব
মেয়েদের কথায় চোখে পড়ে ধূলো
সুশীল সমাজ দেখে বৈভব।

যৌনের যত সুড়সুড়ি পেতে
রাতের শোয়ে জমাতো ভিড়
মেয়েছেলে হলে আসতে যেতে
সম্পর্কটা হয় বড়ো নিবিড় ।

এ দেশ মহান দেশ বিপ্লবীর
বীর শহীদের কালের ঘাম
রক্ত ফুটছে আজ পলাশীর
বসন্ত জানে ফাগুনের দাম।

বিশ্বজুড়ে ঢেউ পাশ্চাত্যরাজ
ইউরোপিয়ান আমরা সব
প্রাচ্যের সেই সনাতন আজ
অতীতের এক নীরব কৈতব।

পুরুষগুলো ঘরে বসে যায়
নারী সকাল মাঝরাত করে
পাশফেল শিক্ষা পথেই হারায়
কাটমানি সব শিক্ষক গড়ে ।

দেশের নারী মিছিলে যত
রাষ্ট্র প্রধান নারী মুখ
নারী উন্নয়ন একই বলে
অবাধ হচ্ছে ঐচ্ছিক সুখ।


Budge Budge
5.3.2023.




No comments:

Post a Comment